• ভূপতিনগরে এনআইএ তদন্ত নিয়ে বিস্ফোরক মমতা
    দৈনিক স্টেটসম্যান | ০৬ এপ্রিল ২০২৪
  • কলকাতা, ৬ মার্চ: পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বাজি বিস্ফোরণের ঘটনায় এনআইএ তদন্ত নিয়ে সরব হলেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি দাবি করেন, একটা চকোলেট বোমা ফেটেছিল। তার জন্য এনআইএ তদন্তের কী দরকার ছিল? সেই তদন্তের নামে গ্রামের মানুষের ওপর হামলা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি বলেন, এনআইএ-এর কী অধিকার আছে? আজ, শনিবার মুখ্যমন্ত্রী দক্ষিণ দিনাজপুরে একটি জনসভায় যান। সেখানে তিনি পাল্টা দাবি করেন, গ্রামবাসীরা নয়, ভূপতিনগরে হামলা চালিয়েছে কেন্দ্রীয় তদন্তকারী দল। এই সভায় মমতা সিবিআই, ইডি, এনআইএ ও আয়কর দপ্তরকে ‘অত্যাচারী’ বলে দাবি করেন।
    প্রসঙ্গত শনিবার ভোরে পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরে বিস্ফোরণের তদন্তে গিয়ে আক্রান্ত হয় এনআই-এর তদন্তকারী দল। তাদের ওপর তৃণমূলকর্মীরা হামলা চালায় বলে অভিযোগ ওঠে। হামলায় এনআই-এর একটি গাড়ির কাচ ভাঙে। সন্দেশখালির পর রাজ্যে ফের কেন্দ্রীয় এজেন্সির ওপর হামলার ঘটনায় ফের রাজনৈতিক চাপানউতোর সৃষ্টি হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রশ্ন করেন, এনআই কি পুলিশকে জানিয়ে গিয়েছিল?
    এদিন এই নির্বাচনী জনসভায় মমতা কেন্দ্রের শাসকদল বিজেপি-কে কড়া ভাষায় আক্রমণ করেন। বলেন, ‘কানে দিয়েছে তুলো, আর পিঠে বেঁধেছে কুলো। আর যত পারো সিবিআই দিয়ে কিলো, এনআইএ-কে দিয়ে কিলো, ইনকাম ট্যাক্সকে দিয়ে কিলো, ইডি-কে দিয়ে কিলো। ওদের জিজ্ঞেস করুন, একটা এনআইএ বালিশে কত কিলো থাকে? একটা সিবিআই বালিশে কত কিলো থাকে? একটা ইনকাম ট্যাক্স বালিশে কত কিলো থাকে?’
    এরপর নির্বাচন কমিশনকে কড়া ভাষায় আক্রমণ করেন মুখ্যমন্ত্রী। মমতার দাবি, ‘তুমি রাতের বেলা বাড়ি বাড়ি ঢুকে যাবে। তৃণমূলের সব বুথ প্রেসিডেন্টকে গ্রেপ্তার করতে হবে। তৃণমূলের সব এজেন্টদের গ্রেপ্তার করতে হবে ইলেকশন কমিশনকে দিয়ে। আমরা চাই নিরপেক্ষভাবে কাজ করুক। আমরা বিজেপি-ইলেকশন কমিশন চাই না। রাজ্যের অফিসারদের চেঞ্জ করে দেবে। অত্যাচারী ইডি-কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী সিবিআই-কে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী ইনকাম ট্যাক্সকে কেন চেঞ্জ করবে না? অত্যাচারী এনআইকে কেন চেঞ্জ করবে না? যত দোষ রাজ্যের বেলায়?’
    মমতা এদিন মমতা কার্যত এনআইএ-কে হামলাকারী বলে দাবি করেন। তিনি বলেন, ‘আমি যখন হেমতাবাদ থেকে বেরচ্ছিলাম সাংবাদিকরা আমাকে প্রশ্ন করছে, কালকেও ভূপতিনগরে হামলা হয়েছে। হামলাটা কে করেছে? হামলাটা মেয়েরা করেনি, হামলা করেছে এনআই। গদ্দার জানে হারবে, তাই লোকের বাড়ি বাড়ি গিয়ে? কোথায় একটা চকোলেট বোম ফেটেছিল ২০২২ সালে… আর মধ্যরাতে গিয়ে যদি মহিলার বাড়িতে অত্যাচার করে, গ্রামে ঢুকে অত্যাচার করে, মহিলারা কী করবে? শাঁখা ? পলা পরে বসে থাকবে? না মাথায় ওড়না দিয়ে বসে থাকবে? তারা তাদের ইজ্জত, সম্মান রক্ষা করবে না?’
  • Link to this news (দৈনিক স্টেটসম্যান)