• নেতাজিকে প্রধানমন্ত্রী বলে ট্রোলড, জবাবী বক্তব্যে দেশের নামই ভুল বললেন কঙ্গনা
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৪
  • রাজনীতিতে নেমে পড়া যতটা সহজ, এই রাস্তা মোটেও ততটা সহজ নয়। প্রতি মুহূর্তে তা টের পাচ্ছেন কঙ্গনা রানাউত। তাঁর একের পর এক মন্তব্য রাতারাতি অভিনেত্রী-রাজনীতিবিদরা চর্চার কেন্দ্রবিন্দুতে নিয়ে আসছে।নেতাজি সুভাষচন্দ্র বসুকে দেশের প্রথম প্রধানমন্ত্রী বলে ট্রোলড হন কঙ্গনা রানাউত। ট্রোলদের জবাব দিতে গিয়ে ফের হড়কালেন তিনি। লম্বা-চওড়া পোস্টে সপাট জবাব দিতে গিয়ে দেশের নামের বানান ভুল লিখে বসলেন BJP-র মাণ্ডি লোকসভা কেন্দ্রের প্রার্থী।

    নেতাজিকে নিয়ে কী বলেছিলেন কঙ্গনা?'দেশের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু।' হিমাচল প্রদেশের মাণ্ডি লোকসভা কেন্দ্র থেকে BJP-র লোকসভা প্রার্থী হিসেবে নাম ঘোষণা হওয়ার পর একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে এমনটাই বলতে শোনা যায় অভিনেত্রীকে। তিনি বলেন, 'দেশের প্রথম প্রধানমন্ত্রী নেতাজি সুভাষচন্দ্র বসু কোথায় গেলেন?' এই নিয়ে প্রবল ট্রোলিং শুরু হয়। কঙ্গনার এই ভিডিয়ো শেয়ার করে কটাক্ষের সুরে স্বাতী মালিওয়াল লেখেন, 'নিন আপনারা শিক্ষিত এবং যোগ্য প্রার্থীদের ভোট দিন।' এই নিয়ে কটাক্ষ করে অভিনেত্রীর ভিডিয়োটি শেয়ার করেছেন কংগ্রেস নেতা বিভি শ্রীনিবাসও। নেটিজেনদের মধ্যে কেউ কেউ কঙ্গনাকে 'অশিক্ষিত' তকমাও দিয়ে ফেলেছেন।

    কঙ্গনার এক্স হ্যান্ডেল পোস্ট

    কঙ্গনার জবাবএক্স হ্যান্ডেলে ট্রোলের জবাব দিতে গিয়ে BJP-র মাণ্ডি লোকসভা কেন্দ্রের প্রার্থী একটি সংবাদমাধ্যমে প্রকাশিত প্রতিবেদনের স্ক্রিনশট পোস্ট করেন। যা দেখিয়ে কঙ্গনার দাবি, '১৯৪৩ সালের ২১ অক্টোবর ইংরেজ শাসিত ভারতের জন্য সিঙ্গাপুর থেকে আজাদ হিন্দ সরকার গঠনের ঘোষণা করেছিলেন নেতাজি সুভাষচন্দ্র বসু। তিনি নিজেকে প্রধানমন্ত্রী হিসেবেও ঘোষণা করেছিলেন। মহিলা মন্ত্রকের মন্ত্রী হন ক্যাপ্টেন লক্ষ্মী সায়গল।' কঙ্গনার আরও বক্তব্য, 'ভারতের প্রথম প্রধানমন্ত্রী নিয়ে যারা আমায় জ্ঞান দিতে এসেছিলেন, তারা এই স্ক্রিনশটটি পড়ে ফেলুন। বিগিনারদের জন্য কিছু সাধারণ জ্ঞানের কথা লেখা আছে এখানে। যারা আমার শিক্ষাগত যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছিলেন তারা জেনে রাখুন আমি এমারজেন্সি নামে একটি সিনেমা লিখেছি। সেটাতে অভিনয় করেছি এবং পরিচালনা করেছি। যা নেহরু পরিবার নিয়ে তৈরি। তাই আমায় জ্ঞান দিতে আসবেন না প্লিজ। আপনাদের আইকিউ-তে ঢুকবে না এমন কোনও কথা আমি বলে থাকলে আর সে সম্পর্কে আপনারা অবগত না থাকলে আমার কিছু করার নেই। জোকটা নিজেরাই নিজেদের নিয়ে করছেন।' ইমোজি ব্যবহার করে ট্রোলদের কটাক্ষও করেন কঙ্গনা রানাউত।

    Kangana Ranaut on Rahul Gandhi : মান্ডির প্রচারে কঙ্গনার নিশানায় রাহুল গান্ধী

    দেশের নামের বানান ভুলনেতাজি সুভাষচন্দ্র বসুকে নিয়ে করা তাঁর মন্তব্যের জেরে চতুর্দিকে সমালোচনা হচ্ছিল। এই অবস্থায় ট্রোলদের জবাব দিলেন কঙ্গনা রানাউত। কিন্তু, সেই জবাব দিতে গিয়ে ফের বিপাকে BJP-র মাণ্ডি লোকসভার প্রার্থী। তিনি নিজের সোশ্যাল মিডিয়া পোস্টে দেশের নামে ইংরেজিতেই 'ভারত' বলে উল্লেখ করেছেন। তবে বানান লিখেছেন, 'Bharata'। এই নিয়েও ট্রোলিং শুরু হয়েছে।
  • Link to this news (এই সময়)