‘বিজেপি চিরকাল ক্ষমতায় থাকবে না…নজর রাখছি’, কেন্দ্রীয় আধিকারিকদের বার্তা মমতার
এই সময় | ০৬ এপ্রিল ২০২৪
পূর্ব মেদিনীপুরের ভূপতিনগরের ঘটনায় বিজেপির দিকেই অভিযোগের আঙুল তুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটের আগে তৃণমূল বুথ কর্মী, এজেন্টদের তুলে নিতেই এই পরিকল্পনা করা হচ্ছে বলে দাবি তাঁর। তবে, ‘বিজেপি সারাজীবন ক্ষমতায় থাকবে না’, কেন্দ্রীয় আধিকারিকদের মনে করিয়ে দেন মমতা।শনিবার দুই দিনাজপুর জেলায় পরপর সভা করেন তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। বালুরঘাটের সভার পর রায়গঞ্জের সভাতেও দলীয় প্রার্থী কৃষ্ণ কল্যাণীর সমর্থনে সভা করেন তৃণমূল সুপ্রিমো। এদিন তাঁর বক্তৃতায়, বেশিরভাগ অংশ জুড়েই ছিল ভূপতিনগরের ঘটনা। ওখানে মহিলাদের ঘরে ঢুকে এনআইএ হামলা চালিয়েছে বলে দাবি করেন তিনি।
আমরা কিন্তু সব নজরে রাখছি। ভুলে যাচ্ছি না।মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়
বিজেপি ভোটে জিততে ক্রমাগত কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগাচ্ছে বলে দাবি করেন তিনি। তবে, কেন্দ্রীয় আধিকারিকদের তিনি মনে করিয়ে দেন, চিরকাল বিজেপি কেন্দ্রীয় সরকারের পদে আসীন থাকবে না। মমতা বলেন, ‘বিজেপি সারাজীবন ক্ষমতায় থাকবে না। আমি ভয় দেখাচ্ছি না। কিন্তু যে আধিকারিকেরা এটা করছেন, তাঁদের বলছি, বিজেপি কিন্তু সারাজীবন ক্ষমতায় থাকবে না।’
বিজেপি যদি এমনই জিতবে ভাবে, তাহলে এভাবে নির্বাচনী আচরণবিধির মাঝে কেন কেন্দ্রীয় এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে? সেই বিষয়ে প্রশ্ন তোলেন মমতা। তাঁর ইঙ্গিত, তৃণমূলের বুথ কর্মী, নির্বাচনী এজেন্টদের তুলে নিতেই এই কাজ করা হচ্ছে বলে দাবি করেন তিনি। এই প্রসঙ্গেই দলের কর্মীদের তিনটি স্তরে নির্বাচনী এজেন্ট টিম প্রস্তুত রাখার নির্দেশ দেন তিনি। এমনকি, কর্মীদের গ্রেফতার করা হলে, ‘বাড়ির মা - বোনেরা’ দলের এজেন্ট হয়ে বুথে বসবে, বলেও হুংকার শোনা যায় তাঁর গলায়।
এবারের লোকসভা নির্বাচন বিজেপি জোর করে করানোর চেষ্টা করছে বলে দাবি করেন তিনি। মমতা বলেন, ‘মোদী জোর করে ভোট করে, এজেন্সি দিয়ে ভোট করে, গ্রেফতার করে ভোট করে, গ্যারান্টির নামে এনআরসি করে, বদমাইশি করে, নির্বাচন দখল করে।’ তবে এভাবে ভোট করানোর বিষয় নিয়ে কেন্দ্রীয় আধিকারিকদের বিশেষ বার্তা দেন মমতা। তাঁদের উদ্দেশে মমতা বলেন, ‘ এখন তো আরশোলা কামড়ালেও মানবাধিকার কমিশন আসছে। আমরা কিন্তু সব নজরে রাখছি। ভুলে যাচ্ছি না।’ তাঁর কথায়, যে অফিসাররা এটা করছেন, তাঁদের আমি ভয় দেখাচ্ছি না। তবে মনে রাখবেন, বিজেপি কিন্তু সারা জীবন থাকবে না।