• 'সেকেন্ড, থার্ড টায়ার, বিকল্প ব্যবস্থা করে রাখুন', দলীয় কর্মীদের উদ্দেশে বিশেষ বার্তা মমতার
    এই সময় | ০৬ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচন দোরগোড়ায়। জায়গায় জায়গায় গিয়ে নির্বাচনী প্রচার করছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। শনিবার বালুরঘাটে সভা করেন তিনি। এদিনের সভা থেকেই দলীয় কর্মীদের জন্য উল্লেখযোগ্য বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়।মমতা বন্দ্যোপাধ্যায় এদিন বলেন, 'আমাদের কর্মীদের অ্যারেস্ট করতে হচ্ছে কেন যদি মানুষের ভোটে জিতিস। ঘরে একটা ছারপোকা ঢুকলেও NIA। ২০২২-এর একটা চকোলেট বোমা কেস, আজ নির্বাচনের আগে অ্যারেস্ট করছে।' এরপরেই তাঁর কণ্ঠে 'বিকল্প ব্যবস্থা' প্রসঙ্গ শোনা যায়।

    এদিন ফের একবার ‘এজেন্সি রাজনীতি’ নিয়ে সরব হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ‘যে ভাবে অত্যাচারের ছাই ওড়াচ্ছেন, আমাদের এজেন্টদের গ্রেফতার করা হচ্ছে আমি সব জায়গায় তৃণমূল কংগ্রেস কর্মীদের বলব সেকেন্ড টায়ার,থার্ড টায়ার, বিকল্প ব্যবস্থা করে রাখতে। ও আমাদের ফার্স্ট টায়ারের নেতাকে গ্রেফতার করলে যাতে সেকেন্ড-থার্ড টায়ারের নেতা কাজ করতে পারে। আমাদের কর্মীর অভাব নেই। মা বোনেদের অভাব নেই। যে মায়েরা ঘরে রান্না করেন তাঁরাই বুথে এজেন্ট হয়ে বসবেন।’

    ভূপতিনগরের প্রক্ষাপটে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই মন্তব্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। তিনি এদিন রায়গঞ্জের সভা থেকে বলেন, ‘চকোলেট বোমা ফাটলে NIA। মনে করবেন না সব ভুলে যাচ্ছি।’

    তাঁর আরও সংযোজন, 'নির্বাচনে আমাদের যত বুথ এজেন্ট এবং ভোট ম্যানেজার রয়েছে তাঁদের গ্রেফতার করার ধান্দাবাজির কথা ওরা ওপেনলি বলেছে। এরপর ডুমুরজেলায় ৯ জনকে গ্রেফতার করা হয়েছে। আজকে আমাদের বুথ প্রেসিডেন্টকে গ্রেফতার করেছে। গদ্দার নাকি জিতবে! মানুষের ভোটেই যদি জিতবে তাহলে বুথ প্রেসিডেন্টকে গ্রেফতার করলে কেন! জবাব চাই গদ্দার। নিজের এলাকায় জিততে পারবে না বলে তৃণমূলকে গ্রেফতার করা। আমরা চাই নিরপেক্ষ ভোট। আমি এখন না বললেও আপনারা বুঝে গেছেন, আজ বিজেপি যা বলছে কাল তাই হচ্ছে।'

    এদিন কংগ্রেস এবং বামেদের একযোগে আক্রমণ করেন মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, 'আমরা দিল্লিতে ইন্ডিয়া জোটের সঙ্গে থাকলেও এখানে বাম-কংগ্রেস জোটের সঙ্গে নেই। ওরা BJP-র সঙ্গে রয়েছে। তৃণমূলের এত বুথ কর্মী-নেতা গ্রেফতার। CPIM-এর কোনও নেতা গ্রেফতার হয়েছে? কংগ্রেসের কোনও নেতা গ্রেফতার হয়েছে? হয়নি। কারণ তৃণমূলের গ্যারান্টি CAA হবে না, আমরা ডিটেনশন ক্যাম্প করতে দেব না। আমাদের গ্যারান্টি মানুষ লক্ষ্মীর ভাণ্ডার পাবে, স্বাস্থ্য সাথী পাবে।’
  • Link to this news (এই সময়)