দিল্লি-NCR সহ গোটা দেশে আবহাওয়ার মেজাজ গরম! এপ্রিলের শুরু থেকেই দেশের অধিকাংশ রাজ্যে প্রবল গ্রীষ্মের দাপট শুরু হয়ে গিয়েছে। চলতি বছর বেঙ্গালুরুতে দিল্লির থেকেও বেশি পারদ চড়ছে। তবে এই জ্বালাপোড়া পরিস্থিতির মধ্যেও স্বস্তির খবর শোনাচ্ছে আবহাওয়া দফতর।মৌসম ভবন জানিয়েছে, চলতি বছর বর্ষায় প্রচুর পরিমাণ বৃষ্টি হবে। IMD-র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র বলেন, 'দক্ষিণ পশ্চিম বর্ষার জন্য চলতি বছর বৃষ্টির পরিমাণ বাড়বে। দেশে ফলনের উপযোগী বৃষ্টি হবে বলেই অনুমান করা হচ্ছে।'
এল নিনোকে মাত দেবে লা নিনাIMD-র ডিরেক্টর মৃত্যুঞ্জয় মহাপাত্র আরও বলেন, 'এই বছর বর্ষায় এল নিনোর দাপট অনেকটাই কমে যাবে। তবে জুন মাস পর্যন্ত গ্রীষ্মের প্রভাব থাকবে। মধ্য প্রশান্ত মহাসাগরে জলভাগের তাপমাত্রা বাড়বে। তবে এর পরবর্তীতে দক্ষিণ পশ্চিম বর্ষা স্বাভাবিক ছন্দে থাকবে। জুলাই থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত দেশে লা নিনা পরিস্থিতি তৈরি হবে। যার জেরে মধ্য প্রশান্ত মহাসাগরের জলভাগের তাপমাত্রা অনেকটাই কমতে সাহায্য করবে। ৬০ শতাংশ ক্ষেত্রে এল নিনো ভারতীয় বর্ষার ক্ষেত্রে ক্ষতিকারক হিসেবে চিহ্নিত হয়।' ফলে এই এল নিনোকে একমাত্র মাত দিতে পারে লা নিনাই।
কৃষকদের স্বস্তিমৃত্যুঞ্জয় মহাপাত্র আরও বলেন, 'দক্ষিণ পশ্চিম বর্ষা ছন্দে থাকলে ভারতে ৭০ শতাংশ স্বাভাবিক বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা থাকবে। যা কৃষিক্ষেত্রের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই ক্ষেত্র থেকেই ভারতের ১৪ শতাংশ GDP আসে এবং কোটি কোটি মানুষ এই কারণে রোজগারের মখ দেখতে পাবেন।' চলতি মাসের শেষের দিকেই দক্ষিণ পশ্চিম বর্ষার পূর্বাভাস নিয়ে স্পষ্ট ধারণা দিতে পারবে মৌসম ভবন।
রবিবার কেমন থাকবে আবহাওয়া?মৌসম ভবনের পূর্বাভাস অনুযায়ী, ওডিশা, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ, ঝাড়খণ্ড, বিদর্ভ, উত্তর কর্নাটক, উপকূলীয় অন্ধ্র প্রদেশ এবং তেলঙ্গানার ইয়ানাম এবং রায়ালাসীমাতে রবিবারও দিনভর তীব্র তাপপ্রবাহ চলবে। ইতিমধ্যেই তাপপ্রবাহের পরিস্থিতি চলছে কর্নাটক, রায়ালাসীমা, অন্ধ্র উপকূল, ইয়ানাম অংশে। হিটওয়েভ মোকাবিলা করার জন্য বিস্তারিত নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। লোকসভা ভোটের সময় ঊর্ধ্বমুখী তাপমাত্রা নিয়ে চিন্তায় IMD। এই সময় বুথে বুথে ভোটারদের লাইন এবং ভোটের প্রচারে প্রার্থীদের গলদঘর্ম অবস্থা হতে চলেছে, তা আর বলার অপেক্ষা রাখে না। ফলে হিটওয়েভ থেকে বাঁচতে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বন করার পরামর্শ আবহাওয়াবিদদের।