Eid Ul Fitr 2024 Date : পাকিস্তানে খুশির ইদের দিন ঘোষণা, ভারতে ইদ-উল-ফিতর কবে?
এই সময় | ০৭ এপ্রিল ২০২৪
রমজান মাস শেষের পথে। আর মাত্র কয়েকদিনের অপেক্ষা। তারপরই উদযাপিত হবে ইদ-উল-ফিতর অর্থাৎ খুশির ইদ। পবিত্র চাঁদ দেখার উপর নির্ভর করে মুসলিমদের এই পরবের দিনক্ষণ। সেই অপেক্ষাতেই গোটা বিশ্ব।পাকিস্তানে ইদ কবে?ইতিমধ্য়েই পাকিস্তানের তরফে খুশির ইদের সম্ভাব্য দিন ঘোষণা করা হয়েছে। পাকিস্তানের আবহাওয়া দফতর জানাচ্ছে, আগামী ৯ এপ্রিল ইদের পবিত্র চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা। ফলে ১০ এপ্রিল ইদ-উতর-ফিতর পালন করা হবে। পড়শি দেশের মৌসম ভবনে তরফে জানানো হয়েছে, পবিত্র চাঁদ আগামী ৯ এপ্রিল ৫০ মিনিটের জন্য দেখা যাবে। সেই অনুযায়ী, ১০ এপ্রিল পবিত্র ইদ-উল-ফিতর পালন করা যাবে। পাকিস্তানের দক্ষিণ অংশ থেকে মূলত চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া বিভাগ। উত্তর অংশে মেঘলা আকাশ থাকায় চাঁদ দেখার সম্ভাবনা সেদিন কম থাকবে।
ভারতে ইদ কবে?ইসলামিক ক্যালেন্ডার মোতাবেক, এর মাসের রমজান শেষে পালিত হয় ইদ-উল-ফিতর। ইসলাম ধর্মের সবচেয়ে পবিত্র মাস শেষ হতে আর মাত্র কয়েকদিন বাকি। এরপরই সাড়ম্বরে পালিত হবে ইদ-উল-ফিতর। খুশির ইদের দিন একে অপরের সঙ্গে কোলাকুলি করে উৎসবের শুভেচ্ছা বিনিময় করেন মুসলিমরা। আল্লাহর কাছে সকলের জন্য সুখ এবং সুস্থ জীবনের কামনা করেন তারা। গোটা বিশ্বের মতো ভারতেও চাঁদ দেখার উপরই নির্ভর করবে ইদ-উল-ফিতরের দিনক্ষণ। তবে ১০ না ১১, এপ্রিলের কত তারিখে ভারতে খুশির ইদ উদযাপিত হবে, তা নিয়ে একটি বিভ্রান্তি তৈরি হয়েছে।
উল্লেখ্য, এ বছর ভারতে রমজানের পবিত্র চাঁদ দেখা গিয়েছিল গত ১১ মার্চ। সেদিন রাতে মুসলিমরা তারাবীহ নমাজ পাঠ করার মাধ্যমে রমজানের সূচনা করেন। ১২ মার্চ থেকে রোজা রাখা শুরু করেছিলেন মুসলিম ধর্মাবলম্বীরা। সেদিন থেকই ভারতে আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছিল পবিত্র রমজান মাস। অনুমান করা হচ্ছে, মুসলিম সমাজ তাদের ২৯তম রোজা পালন করবে আগামী ১০ এপ্রিল। সেদিনই ইদের পবিত্র চাঁদ দেখার সম্ভাবনা রয়েছে। ফলে তার ঠিক পরের দিন অর্থাৎ আগামী ১১ এপ্রিল পালিত হবে খুশির ইদ। সেদিনই ভারতে সরকারি ছুটি থাকতে পারে।