প্রার্থী নেই BJP-র, দলের দিকে ধাওয়া কটাক্ষ সামলাতে পালটা মুখর জিতেন্দ্র
এই সময় | ০৭ এপ্রিল ২০২৪
যত কাণ্ড আসানসোলে! এখনও পর্যন্ত সংশ্লিষ্ট লোকসভা কেন্দ্রে কে হবেন BJP প্রার্থী, তা নিয়ে রয়েছে ধোঁয়াশা। ভোজপুরী গায়ক পবন সিংকে প্রথমে আসানসোল কেন্দ্রের প্রার্থী করা হয়েছিল গেরুয়া শিবিরের পক্ষ থেকে। যদিও নাম ঘোষণার পরেও পিছু হঠেছেন তিনি। এরপরেই প্রশ্ন, আসানসোলে প্রার্থী তবে কে?বঙ্গে প্রথম দফার নির্বাচনে বাকি আর মাত্র ১৪ দিন। এখনও দুই কেন্দ্রে BJP-র প্রার্থী ঘোষণা না করা নিয়ে রীতিমতো কটাক্ষের সুর শোনা গেল রাজ্যের শাসক দলের নেতাদের কণ্ঠে। এমনকী, আসানসোল কেন্দ্রের কিছু দেওয়ালে প্রার্থী হিসেবে প্রাক্তন মেয়র জিতেন্দ্র তিওয়ারির নাম লিখেও তা 'মুছে ফেলা হয়েছে।' কিন্তু, এবার হুংকার শোনা গেল সেই জিতেন্দ্রর কণ্ঠেই!
শনিবার দুর্গাপুর ফরিদপুর ব্লকের লাউ দোহা থানার অন্তর্গত সরপি কোলিয়ারি এলাকায় বিজেপির একটি দলীয় কার্যালয়ের উদ্বোধনে উপস্থিত ছিলেন তিনি। সেখানেই আসানসোল কেন্দ্রে এখনও প্রার্থী না দেওয়া প্রসঙ্গে প্রশ্নেপ জবাবে জিতেন্দ্র বলেন, 'আসানসোল লোকসভা কেন্দ্রে বিজেপি প্রার্থী না দিলেও, শীত গ্রীষ্ম বর্ষা বিজেপি ভরসা। কারণ বিজেপি কর্মী সমর্থকরা সব সময় মানুষের পাশে রয়েছেন। যেখানে তৃণমূল প্রার্থীর নাম ঘোষণা হওয়ার পরও দেখা নেই তাঁর।' উল্লেখ্য, আসানসোল কেন্দ্রে তৃণমূল প্রার্থী করেছে শত্রুঘ্ন সিনহাকেই।
উল্লেখ্য, আসানসোল কেন্দ্র থেকে পবন সিং সরে যাওয়ার পর অগ্নিমিত্রা পলকে প্রার্থী করা নিয়ে জল্পনা তৈরি হয়েছিল বিস্তর। কিন্তু, অগ্নিমিত্রা বর্তমানে মেদিনীপুরের প্রার্থী। সেই জায়গায় কাকে প্রার্থী করা হবে? তা নিয়ে একরাশ জল্পনা তৈরি হয়েছে। তৃণমূলের কণ্ঠে কটাক্ষ, এখনও দেওয়ালে প্রার্থীর নামটুকু তুলতে পারল না, তবু ফাঁকা হুংকার ষোলআনা। স্থানীয় এক তৃণমূল নেতার কথায়, 'এখনও ওরা প্রার্থী দিতে পারেনি। ওদের কাছে কোনও প্রার্থীই নেই চ্যালেঞ্জ জানানোর জন্য।'
প্রসঙ্গত, ২০১৯ সালে আসানসোল লোকসভা কেন্দ্র থেকে দ্বিতীয়বার জয়ী হয়েছিলেন বাবুল সুপ্রিয়। BJP-র টিকিয়ে লড়ে জয়ী হন তিনি। এরপর অবশ্য রাজনৈতিক জল বহুদূর গড়ায়। ফুল বদল করেছেন বাবুল। ছাড়েন সাংসদ পদও। তাঁর ইস্তফা দেওয়ার পরেই সংশ্লিষ্ট কেন্দ্রে তৃণমূল প্রার্থী করে শত্রুঘ্ন সিনহাকে। উপনির্বাচনে তৃণমূলের টিকিটে লড়ে জয়ী হন তিনি। এবার ফের একবার তাঁর উপরেই ভরসা করেছে দল। এখন দেখার শেষমেশ এই কেন্দ্র থেকে কাকে প্রার্থী করে BJP এবং শেষ হাসি কে হাসে?