• Satabdi Roy: ভোট চাইতে তৃণমূলের তারকা প্রার্থী ফের গ্রামে, অবাক দাবি মহিলাদের! হকচকিয়ে গেলেন শতাব্দী
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ এপ্রিল ২০২৪
  • Satabdi Roy Election Campaign 2024:

    ‘টাকা না দিলে ভোট দেব না’। প্রচারে বেরিয়ে মহিলাদের কাছে এমনই কথা শুনতে হল বীরভূম লোকসভার তৃণমূল প্রার্থী শতাব্দী রায়কে। সেই সঙ্গে গ্রামের বাসিন্দারা না পাওয়ার ক্ষোভ উগরে দেন প্রাক্তন সাংসদকে কাছে পেয়ে। শনিবার বীরভূমের মহম্মদবাজার ব্লকের বিভিন্ন অঞ্চলে প্রচার চালান তৃণমূলের শতাব্দী রায়।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)