Pm Modi: ‘কংগ্রেসের ইস্তেহারে মুসলিম লীগের ছাপ’, মোদীর দাবিতে কীসের ইঙ্গিত?
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ এপ্রিল ২০২৪
PM Modi On Congress Manifesto:
ভোটের আগে বড় কৌশলী নরেন্দর মোদী। এবার কংগ্রেস ও মুসলিম লীগ-কে এক পংক্তিতে বসাতে মরিয়া বিজেপি। শনিবার প্রধানমন্ত্রী দাবি রেছেন যে, দেশের সবচেয়ে পুরনো দলের নির্বাচনী ইস্তেহার স্বাধীনতা আন্দোলনের সময়ে মুসলিম লীগের চিন্তাভাবনার প্রতিফলন।