• দিল্লিতে শিশু পাচার চক্রের পর্দাফাঁস, গ্রেপ্তার ৭
    আজকাল | ০৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: দিল্লিতে বড়সড় শিশু পাচার চক্রের পর্দাফাঁস করল সিবিআই। দিল্লির বিভিন্ন প্রান্তে অভিযান চালায় সিবিআই। এরপরই উদ্ধার হয় তিনটি সদ্যোজাত শিশু। সিবিআই সূত্রে খবর, সদ্যোজাতদের বিক্রি করার ব্যবসা চলছিল জোরকদমেই। ঘটনার জেরে বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছে সিবিআই। তাঁদেরকে জেরা করে এই চক্রের অন্যদের খোঁজ চালাচ্ছে সিবিআই। রাজধানীর বুকে বেশ কিছুদিন ধরেই রমরমিয়ে ব্যবসা চালিয়ে যাচ্ছিল পাচারকারীরা। ধৃতরা জানিয়েছে এই ঘটনার সঙ্গে বিভিন্ন হাসপাতালের কর্মীরা জড়িত রয়েছেন। এখনও পর্যন্ত ১০ টি শিশুকে বিক্রি করা হয়েছে বলেই সিবিআই সূত্রে খবর। ঘটনার জেরে ইতিমধ্যেই সাতজনকে গ্রেপ্তার করেছে সিবিআই। অন্য রাজ্যেও এই চক্রের যোগ রয়েছে বলেই জানিয়েছে সিবিআই। সদ্যোজাতদের ৪ থেকে ৫ লক্ষ টাকায় বিক্রি করা হত বলেই জানিয়েছে ঝৃতরা। শুরু হয়েছে তদন্ত।  
  • Link to this news (আজকাল)