• লাজংকে হারিয়ে আই লিগ চ্যাম্পিয়ন মহমেডান, এবার আইএসএল খেলবে সাদা-কালো ব্রিগেড
    ২৪ ঘন্টা | ০৭ এপ্রিল ২০২৪
  • মহমেডান স্পোটিং ক্লাব-২, শিলং লাজং-১ 

    (আলেক্সিজ, কোজলভ) (ডগলাস)জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: মহমেডান স্পোটিংয়ের ইতিহাসে, আজ 'বড়দিন'। শিলং লাজংকে ২-১ হারিয়ে আই লিগ চ্যাম্পিয়ন হল মহমেডান স্পোটিং ক্লাব। একইসঙ্গে তারা পেয়ে গেল আইএসএলে খেলার ছাড়পত্র। শনিবার শিলংয়ে সাদা-কালোর দাপটে কোণঠাসা লাজং। কলকাতার ক্লাবের পক্ষে গোল করেন আসেক্সিজ ও কোজলভ। অন্যদিকে শিলং লাজংয়ের পক্ষে গোল করেন ডগলাস।একসময় ঐতিহ্য-কৌলিন্যে কলকাতার আরও দুই প্রধানের সমকক্ষ থাকলেও বর্তমানে তা একেবারে নিভুনিভু দশায় পৌঁছে গিয়েছিল। স্পনসর না থাকা,কোচের অভাব, প্লেয়ারদের বেতন দিতে না পারার মতো একাধিক সমস্যায় জর্জরিত ছিল মহমেডান। সেই জায়গা থেকে এভাবে ঝলসে ওঠা অবাক করে দিয়েছে কলকাতার ফুটবল প্রেমীদের। এবার ২৩ ম্যাচে মহমেডানের পয়েন্ট হল ৫২। ফলে আইএস এল খেলার দরজা তাদের সামনে খুলে গেল। এর আগে ২০১৫ ও ২০২০ সালে আই লিগ জিতেছে মহমেডান।সাদা কালো ব্রিগেডের পক্ষে শনিবূার সন্ধেয়  প্রথম গোল করেন আলেক্সিজ গোমেজ। লাজংয়ের গোলকিপার এগিয়ে এসেছেন দেখে দূরপাল্লার শর্টে তার মাথা টপকে জালে বল জড়িয়ে দেন আলেক্সিজ। এক গোলে এগিয়ে যেতেই গোটা টিম চনমনে হয়ে ওঠে। তবে এর মধ্যে মহমেডানের ভুলে একটি পেনাল্টি পেয়ে যায় লাজং। পেনাল্টি থেকে গোল করে ফলাফল ১-১ করে দেন ডগলাস টার্ডিন। কিছুটা ধাক্কা খেলেও লড়াই জিইয়ে রাখে সাদা-কালো ব্রিগেড। হাই টাইমের পর  আক্রমাণের ঝাঁঝ আরও বাড়িয়ে দেয় মহমেডান। খেলার ৬২ মিনিটে মহমেডানের পক্ষে ফের গোল করেন এভজেনি কোজলভ। ওই গোল আর বাকী সনমেয়ে শোধ করতে পারেনি লাজং। 
  • Link to this news (২৪ ঘন্টা)