• FIFA World Cup: শুধু স্টেডিয়াম নয়, দলের ড্রেসিংরুমও পরিষ্কার, জাপানি দর্শকদের প্রসংশা চতুর্দিকে
    আজকাল | ২৪ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: রাশিয়া বিশ্বকাপের মতো কাতার বিশ্বকাপেও খেলা শেষে জাপানি দর্শকরা গ্যালারির আবর্জনা নিখুঁতভাবে সরিয়ে দিচ্ছেন, ড্রেসিংরুম ছাড়ার আগে ফুটবলারাও পরিচ্ছন্ন করে যাচ্ছেন সব কিছু।

    জার্মানিকে হারিয়ে ঐতিহাসিক জয় পাওয়ার পর বিশ্ববাসী দেখল  জাপানিদের রুচিবোধের এমন ছবি।  গতকাল জাপানিদের ফুটবল শিল্প  প্রশংসা পাবার পর আরও একবার তাদের সমাজের প্রতি নৈতিক কর্তব্যও বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে।
    গতকাল কাতারের খলিফা ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে খেলা শেষ হতেই যখন সমর্থকরা বাড়ি ফিরে যান, জাপানের সমর্থকরা তখন স্টেডিয়ামে রয়ে গেলেন। দলের জন্য গলা ফাটাতে নয়, তাঁরা থাকলেন স্টেডিয়াম পরিষ্কার করবেন বলে। সামাজিক যোগাযোগ মাধ্যমের নানা ছবিতে দেখা গিয়েছে,  যাঁরা স্টেডিয়ামে নানা রকম ব্যাগ, খাবার নিয়ে এসেছিল সেগুলোর উচ্ছিষ্ট পরিষ্কার করতে দেখে গিয়েছে জাপানি সমর্থকদের। সেইসঙ্গে ম্যাচ শেষে টিমের ড্রেসিংরুম ছাড়ার আগে, সে জায়গাটিও পরিচ্ছন্ন-পরিপাটি করে গিয়েছেন তাঁরা। বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচেও কিছু জাপানিজ সমর্থককে স্টেডিয়াম পরিষ্কার করতে দেখা গিয়েছে। যা ইতোমধ্যে ভাইরাল হয়েছে সামাজিক মাধ্যমে।
  • Link to this news (আজকাল)