• দুর্ঘটনার কবলে সৌগত রায়ের গাড়ি, কেমন আছেন তৃণমূল প্রার্থী?
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৪
  • নির্বাচনী প্রচার শেষ করে ফেরার সময় দুর্ঘটনার কবলে পড়লেন দমদম লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়। সোদপুরের দিক থেকে ফিরছিলেন তিনি। সেই সময় আচমকাই তাঁর গাড়িতে ধাক্কা দেয় একটি ম্যাটাডোর, সূত্রের খবর এমনটাই। অল্পে জন্য রক্ষা পান তিনি। সূত্রের খবর, সোদপুর থেকে ফেরার সময় সৌগত রায়ের গাড়ির পেছনে ম্যাটাডোরটি ধাক্কা দেয়। সামান্যের জন্য এই দুর্ঘটনার হাত থেকে রক্ষা পান সৌগত রায়।জানা গিয়েছে, সোদপুর থেকে ফেরার সময় এইচ, বি, টাউনের সামনে সৌগত রায়ের গাড়িটিকে ধাক্কা দেয় একটি ম্যাটাডোর। সেই সময় গাড়িতে ছিলেন সৌগত রায়। সূত্রের খবর, তিনি সুস্থ রয়েছেন। তবে ক্ষতিগ্রস্ত হয়েছে তাঁর গাড়ি। প্রত্যক্ষদর্শীদের কথায়, এদিন বড় কোনও দুর্ঘটনা ঘটে যেতে পারত। জানা গিয়েছে, অভিযুক্ত ম্যাটাডোর চালককে আটক করেছে পুলিশ। কী ভাবে এই দুর্ঘটনা? তা খতিয়ে দেখা হচ্ছে।

    লোকসভা নির্বাচনের জন্য প্রচারে ব্যস্ত লোকসভা নির্বাচন তৃণমূল প্রার্থী সৌগত রায়। কখনও তিনি এলাকায় গিয়ে মানুষের সঙ্গে জনসংযোগ সারছেন, আবার কখনও তাঁকে প্রচণ্ড দাবদাহে সাঁতার কাটতে দেখা গিয়েছে স্যুইমিং পুলে। দমদম লোকসভা কেন্দ্রে এবার সৌগত রায়ের বিপরীতে BJP-র প্রার্থী শীলভদ্র দত্ত। একই সঙ্গে সেখানে বাম প্রার্থী সুজয় চক্রবর্তী। রীতিমতো হাড্ডাহাড্ডি লড়াই চলছে এই প্রার্থীদের। ভোটবাজারে সৌগত রায়ের গাড়ির দুর্ঘটনার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে তদন্ত করছে পুলিশ।

    জানা গিয়েছে, এই দুর্ঘটনা ঘটার পর অন্য একটি গাড়িতে করে ঘটনাস্থল ছাড়েন সৌগত রায়। দমদম কেন্দ্রের তিনবারের সাংসদ সৌগত রায়। আসন্ন লোকসভা নির্বাচনে তাঁর উপরেই ভরসা রেখেছে দল। দমদমে একেবারে শেষ দফায় নির্বাচন। ১ জুন সেখানে ভোটগ্রহণ হবে। ফলাফল ঘোষণা হবে ৪ জুন।

    ২০১৯ সালে সৌগত রায়ের বিরুদ্ধে দমদম কেন্দ্র থেকে BJP-র প্রার্থী হয়েছিলেন শমীক ভট্টাচার্য। বামেদের হয়ে লড়েছিলেন নেপালদেব ভট্টাচার্য। এবার দমদম কেন্দ্রের লড়াই রাজনৈতিকভাবে অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। কারণ একসময় তৃণমূলে থাকা শীলভদ্র দত্তকেই প্রার্থী করা হয়েছে। অন্যদিকে, বামেদের প্রার্থী সুজন চক্রবর্তী। তিন জনেই জোরকদমে প্রচার চালাচ্ছেন। এখন দেখার সংশ্লিষ্ট কেন্দ্র থেকে শেষ হাসি কে হাসেন! প্রসঙ্গত, দমদম কেন্দ্রের তৃণমূল প্রার্থী সৌগত রায়ের কোনও প্রতিক্রিয়া এই দুর্ঘটনার পর এখনও পর্যন্ত পাওয়া যায়নি।
  • Link to this news (এই সময়)