• সাতসকালে আকাশে কালো মেঘ, কলকাতা সহ বিভিন্ন জেলায় ঝেঁপে বৃষ্টি
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৪
  • তীব্র গরম, সঙ্গে প্যাচপ্যাচে ঘামে নাজেহাল দক্ষিণবঙ্গবাসী। স্বস্তির বৃষ্টির কোনও দেখা নেই। সকাল থেকে কার্যত গরমে পুড়ছে কলকাতা সহ গোটা দক্ষিণবঙ্গে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে পরিস্থিতি আরও অসহনীয় হয়ে উঠছে। এই পরিস্থিতিতে আজ রবিবার থেকে বৃষ্টির পূর্বাভাস দিয়েছিল হাওয়া অফিস। সেই মত রবিবার কলকাতা ও সংলগ্ন একাধিক জেলায় সকালেই আকাশের মুখ ভার। সকাল ৬টা থেকে সাড়ে ৬টা নাগাদ খানিকটা রোদের দেখা পাওয়া গেলেও, তারপর থেকেই পরিস্থিতির পরিবর্তন হতে থাকে। কালো করে আসতে থাকে আকাশ। কলকাতা ও পার্শ্ববর্তী বেশকিছু জেলায় কালো মেঘে ঢেকে যায় আকাশ। কোথায়ও কোথাও বড় বড় ফোঁটা সহ হালকা বৃষ্টিও দেখা যায়।দক্ষিণবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসআলিপুর আবহাওয়া দফতর আগেই জানিয়েছিল রবিবার পুরুলিয়া, বাঁকুড়া,পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, বীরভূম, মুর্শিদাবাদ ও দুই বর্ধমানে বজ্রবিদ্যুৎ সহ ঝড় ও বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে সেখানে চলতে পারে ঝড়ও। সেক্ষেত্রে ঝড়ের গতিবেগ থাকতে পারে ঘণ্টায় ৫০ থেকে ৬০ কিলোমিটার বেগে। আলিপুর আবহাওয়া দফতর আরও জানাচ্ছে, আগামী ২ থেকে ৩ ঘণ্টার মধ্যে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে হাওড়া ও নদিয়া জেলার বেশকিছু অংশে। সঙ্গে বইতে পারে ঘণ্টায় ৩০ থেকে ৪০ কিলোমিটার বেগে হাওয়া।

    কলকাতার আবহাওয়া কেমন?হাওয়া অফিস আরও জানাচ্ছে আজ শহর কলকাতা ও সংলগ্ন এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। সঙ্গে হতে পারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিও। এদিন কলকাতার সর্বোচ্চ তাপমাত্রা ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ২ ডিগ্রি বেশি। আবার দিনের সর্বনিম্ন তাপামত্রা ২৮.৫ ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে ৩ ডিগ্রি বেশি।

    জেনে নিন উত্তরের আবহাওয়ার পূর্বাভাসএদিকে উত্তরবঙ্গেও গোটা সপ্তাহজুড়ে বৃষ্টির পূর্বাভাস দিচ্ছে হাওয়া অফিস। ক্ষেক্ষেত্রে উত্তরবঙ্গেপর সমস্ত জেলাতেই বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি চলবে বলে পূর্বাভাস আহাওয়া দফতরের। সঙ্গে বিভিন্ন জেলায় বইতে পারে ৩০ থেকে ৪০ কিলোমিটার প্রতি ঘণ্টা বেগে ঝোড়ো বাতাস। তবে আবহাওয়ার এই পরিবর্তনের কারণে, এই মুহূর্তে রাজ্যের কোথাও তাপপ্রবাহের কোনও সতর্কতা দিচ্ছেন না আবহাওয়াবিদরা, বরং বৃষ্টির কারণে আগামী ৯ তারিখের পর থেকে দক্ষিণবঙ্গের সর্বোচ্চ তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি কমতে পারে বলেও মনে করছে হাওয়া অফিস। ফলে এই শরীরে জ্বালা ধরনা গরমের হাত থেকে কিছুটা হলেও স্বস্তি ফিরতে পারে।
  • Link to this news (এই সময়)