• Himanta Biswa Sarma: 'ভারত নয়, পাকিস্তান নির্বাচনের জন্য উপযুক্ত কংগ্রেসের ইস্তেহার', প্রাক্তন দলকে কটাক্ষ অসমের মুখ্যমন্ত্রীর
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৪
  • শুক্রবারই কংগ্রেসের ইস্তেহার প্রকাশিত হয়েছে। তবে কংগ্রেসের ইস্তেহার প্রকাশের পর থেকেই শাসক দলের নিশানা অব্যাহত। কংগ্রেসের ইস্তেহারের সমালোচনা করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। তাঁর মতে, কংগ্রেসের ইস্তাহারে মুসলিম লিগের ভাবনার প্রতিফলন রয়েছে। এবার কংগ্রেসের ইস্তেহারের সমালোচনা করলেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।'পাকিস্তানের নির্বাচনের জন্য ইস্তেহার তৈরি করেছে কংগ্রেস।' এভাবে খোঁচা দিলেন বিজেপি নেতা তথা বর্তমানে অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। পালটা অবশ্য জবাব দিয়েছে কংগ্রেস। কংগ্রেসের জবাব, 'হিমন্ত ধর্মনিরপেক্ষতার নীতি বুঝবেন না।'

    ১৯ এপ্রিল থেকে লোকসভা নির্বাচন। হিসাব মতো আর কয়েক দিন মাত্র। একদিকে বাড়ছে প্রকৃতির তাপমাত্রার পারদ। সঙ্গে পাল্লা দিয়েছে বাড়ছে রাজনৈতিক দলগুলির নেতা-নেত্রীদের একে অপরকে আক্রমণের ঝাঁঝ। শনিবার প্রাক্তন দলকে আক্রমণ করে হিমন্ত। দাবি করেন কংগ্রেসের তৈরি ইস্তেহারে সমাজের ভেদাভেদের কথা বলা হয়েছে। হিমন্তের কথায়, 'এটা তোষণের রাজনীতি। আমরা এর তীব্র সমালোচনা করছি। দেখে মনে হচ্ছে এটা ভারতের নির্বাচনের ইস্তেহার নয়। বরং পাকিস্তানের নির্বাচনের জন্য যেন কংগ্রেস এটি তৈরি করেছে।' হিমন্তের আরও সংযোজন, 'হিন্দু-মুসলিম যে কোনও সম্প্রদায়ের ব্যক্তি তিন তালাক ফিরিয়ে আনতে চান না। বাল্য বিবাহ বা বহুগামিতাকে সমর্থন করেন না কেউ। কংগ্রেসের মানসিকতাই হল সমাজকে বিভক্ত করা। উলটো দিক থেকে বিজেপি ভারতকে বিশ্বগুরু বানানোর লক্ষ্যে আন্দোলন শুরু করেছে।'

    হিমন্তের এই মন্তব্যের পাল্টা জবাব দেন অসম কংগ্রেসের মুখপাত্র বেদব্রত বোরা। তাঁর দাবি, হিমন্তের মতো দলবদলুরা কংগ্রেসের ধর্মনিরপেক্ষতার নীতি বুঝবেন না। বলেন, 'হিমন্ত বিশ্ব শর্মা বহু বছর কংগ্রেসের সদস্য ছিলেন। তারপরেও দলের নীতি বুঝতে উনি ব্যর্থ। সেই কারণেই বিজেপিতে চলে গিয়েছেন। বিজেপিতে বেশ কয়েক বছর থাকার পর কংগ্রেসের সম্মানহানির চেষ্টা করেন শুধুমাত্র বিজেপির প্রতি নিজের আনুগত্য প্রমাণের জন্য। শর্মার অভিযোগ উড়িয়ে বেদব্রত বলেন, 'কংগ্রেসের ইস্তেহারের মূল লক্ষ্য হল সমাজের সকল শ্রেণীর স্বার্থ রক্ষা করা।'

    কী রয়েছে কংগ্রেসের ইশতেহারে?

    শুক্রবার, ৫ এপ্রিল কংগ্রেস ইস্তেহার প্রকাশ করেছে। ইস্তেহারে ফোকাস করা হয়েছে পাঁচটি 'বিচারের স্তম্ভ' এবং সেগুলির অধীনে ২৫টি গ্যারান্টি। শিক্ষানবিশের অধিকার, এমএসপি-র জন্য আইনি গ্যারান্টি, এসসি, এসটি এবং ওবিসি-র জন্য সংরক্ষণের ৫০ শতাংশের সীমা বাড়ানোর জন্য একটি সাংবিধানিক সংশোধনী পাশ করা, দেশব্যাপী জাতিগণনা এবং অগ্নিপথ প্রকল্প বাতিল করা লোকসভা নির্বাচনে কংগ্রেসের দেওয়া প্রতিশ্রুতির মধ্যে রয়েছে কংগ্রেসের ইস্তেহারে।
  • Link to this news (এই সময়)