• BJP Star Campaigner List : লোকসভার প্রচার মঞ্চে মহাগুরুর ডায়লগ! বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও বিজেপির তারকা প্রচারক মিঠুন
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৪
  • তারকা মুখে এনে প্রচার চমক দিতে চাইছে কেন্দ্রের শাসকদল। ইতিমধ্যেই একাধিক রাজ্যের স্টার ক্যাম্পেনারদের তালিকা প্রকাশ করেছে BJP। ত্রিপুরার জন্যও একগুচ্ছ তারকা প্রচারকের নাম ঘোষণা করল গেরুয়া শিবির। বাংলার পাশাপাশি এবার উত্তর পূর্বের এই রাজ্যেও প্রচারে নামবেন মিঠুন চক্রবর্তী।ত্রিপুরার জন্য ৪০ জন তারকা প্রচারকের একটি তালিকা প্রকাশ করেছে BJP। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, BJP সভাপতি জে পি নাড্ডা ছাড়াও এই তালিকায় বড় চমক মিঠুন চক্রবর্তী।

    সাত দফার লোকসভা ভোটের মধ্যে ত্রিপুরায় ভোট রয়েছে আগামী ১৯ এবং ২৬ এপ্রিল। অর্থাৎ প্রথম দুই দফাতেই ভোট সম্পন্ন হবে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যটিতে। তবে এর পাশাপাশিই ত্রিপুরায় রয়েছে বিধানসভা উপ নির্বাচন। পশ্চিম এবং পূর্ব লোকসভা কেন্দ্র, রামনগর বিধানসভা কেন্দ্রে প্রচারে ঝড় তুলতে চাইছে গেরুয়া শিবির। তাই পর পর হেভিওয়েটদের প্রচারে নামাবে BJP।

    রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং রাজ্যসভা সাংসদ বিপ্লব দেব এবার লড়ছেন পশ্চিম লোকসভা কেন্দ্র থেকে। কীর্তি সিং দেববর্মা লড়ছেন পূর্ব লোকসভা কেন্দ্রে। এ ছাড়াও রামনগর বিধানসভা উপনির্বাচনে লড়ছেন আগরতলার মেয়র দীপক মজুমদার।

    BJP Star Campigner List : বিজেপির স্টার প্রচারকের তালিকা

    BJP-র জাতীয় সাধারণ সম্পাদক অরুণ সিং জানিয়েছেন, এবারের লোকসভা নির্বাচনে প্রচারের জন্য ত্রিপুরায় জনসভা-ব়্যালি করবেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং, অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা, উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ, ত্রিপুরার মুখ্যমন্ত্রী মানিক সাহা, প্রাক্তন উপ মুখ্যমন্ত্রী জিষ্ণু দেববর্মা। এ ছাড়াও এই তারকা প্রচারকের তালিকায় রয়েছেন কেন্দ্রীয় মন্ত্রী নীতিন গডকরি, সর্বানন্দ সোনওয়াল, কিরেণ রিজিজু, রাজীব ভট্টাচার্য, সম্বিত পাত্র, অমিত রক্ষিত, প্রতিমা ভৌমিক এবং সর্বোপরি মিঠুন চক্রবর্তী। ত্রিপুরা বরাবরই বাংলা অধ্যুষিত এলাকা। বাংলাভাষী ভোটারের সংখ্যাও নেহাত কম নয়। ফলে মিঠুন চক্রবর্তীর মতো স্টার ক্যাম্পেনারকে তালিকায় রেখে BJP বাঙালি ভোটারদের টার্গেট করতে চাইছে তা আর বলার অপেক্ষা রাখে না।

    বাংলার তারকা প্রচারকদের তালিকাতেও রয়েছেন মিঠুন চক্রবর্তী। অভিনেতার জ্বালাময়ী বক্তৃতা শুনতে প্রচুর মানুষের সমাগম হয় প্রতিটি সভায়। 'মারব এখানে লাশ পড়বে শ্মশানে' কিংবা 'আমি জাত গোখরো' ডায়লগগুলি খোদ প্রিয় অভিনেতার মুখ থেকে শুনতে উৎসাহ-উদ্দীপনা তুঙ্গে থাকে সাধারণ মানুষদের। সেই বিষয়টাকে বাংলার পাশাপাশি ত্রিপুরাতেও কাজে লাগাতে চাইছে BJP।

    দিন কয়েক আগেই গুরুতর অসুস্থ হয়েছিলেন মিঠুন চক্রবর্তী। শ্যুটিং চলাকালীনই তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। হাসপাতালে ভর্তি করতে হয় মহাগুরুকে। উদ্বিগ্ন হয়ে পড়েন তাঁর ভক্তরা। এরপর সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়ে মিঠুন জানান তিনি দ্রুত কাজে ফিরবেন। শ্যুটিংয়ের পাশাপাশি তিনি যে দলের হয়ে লোকসভা ভোটের প্রচারেও নামবেন তা জানাই ছিল। এবার জনসভা-ব়্যালিতে মহাগুরু কোন চমক আনেন, সেটাই এখন দেখার।
  • Link to this news (এই সময়)