• Lok Sabha Election 2024: মোবাইল নিয়ে ভোট দিতে যেতে পারবেন? জানুন কমিশনের নির্দেশিকা
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচন এগিয়ে আসছে। আর কয়েক দিন পরই শুরু হয়ে যাবে দেশের সবচেয়ে বড় গণতন্ত্রের উৎসব। ১৯ এপ্রিল থেকে শুরু লোকসভা ভোট। লোকসভা ভোটের নির্ঘণ্ট প্রকাশের দিনই রাজনৈতিক দল ও প্রার্থীদের জন্য আদর্শ আচরণ বিধি জারি করেছে নির্বাচন কমিশন। তবে ভোট যতই এগিয়ে আসতে আমজনতার মনেও নানা প্রশ্ন মাথাচাড়া দেয়। নির্বাচন কমিশন নয়া কোনও নিয়ম-নির্দেশিকা জারি করল তা জানতে আগ্রহী হয় ভোটাররা।অনেকের মনে হয় প্রশ্ন জাগে ভোটকেন্দ্রে অর্থাৎ বুথে কী কী নিয়ে যাওয়ার অনুমতি রয়েছে? মোবাইল ফোন সঙ্গে রাখা যায় কি?

    উত্তর এক কথায় না। কমিশনের নিয়ম অনুযায়ী, ভোটগ্রহণ কেন্দ্রের অভ্যন্তরে কোনও গ্যাজেট নিয়ে যাওয়া অনুমোদিত নয়। সেগুলির মধ্যে রয়েছে মোবাইল, ক্যামেরা, হেডফোন, স্মার্ট ওয়াচ।

    উল্লেখ্য, চলতি বছরের মার্চ থেকে জুন মাস পর্যন্ত চলবে লোকসভা ভোট। সেই সময় দেশজুড়ে একাধিক জায়গায় তাপপ্রবাহের আশঙ্কা রয়েছে। তাপপ্রবাহ থেকে শুরু করে অত্যাধিক গরমে রাজ্যে রাজ্যে কমিশনের কী কী পদক্ষেপ হবে তা নিয়ে বিশেষ গাইডলাইন প্রকাশ করে দিয়েছে নির্বাচন কমিশন।

    ভোটারদের জন্য নির্দেশিকা

    এই গাইডলাইন কমিশনের তরফে প্রতিটি রাজ্যে CEO-দের কাছে পাঠানো হয়েছে। মূলত ভোটরদের কী কী সুবিধা মিলবে তা বিস্তারিত উল্লেখ করা হয়েছে। গাইডলাইন অনুযায়ী-

    কোনও ভোটারের বাড়ি থেকে ভোটকেন্দ্র ২ কিলোমিটারের বেশি হওয়া যাবে না। একমাত্র পাহাড়ি এলাকায় ক্ষেত্রে দূরত্ব একটি বেশি হতে পারে।ভোটকেন্দ্র নিচু তলায় করতে হবে।প্রতিটি ভোটগ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত করতে হবে। জল খাওয়ার জন্য গ্লাসও রাখতে হবে। ভোট গ্রহণ কেন্দ্রে পর্যাপ্ত পানীয় জলের বন্দোবস্ত রাখা বাধ্যতামূলক।কমিশন জানিয়েছে ভোটারদের পাশাপাশি পোলিং এজেন্টদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা রাখতে হবে । ভোট কেন্দ্রে বা বুথে টেবিল, চেয়ার ও বেঞ্চের ব্যবস্থা রাখতে হবে।বিশেষ ভাবে সক্ষম, অন্তঃসত্ত্বা ও প্রবীণ ভোটাররা যাতে অসুবিধার মুখে না পড়েন তার জন্য বসার ব্যবস্থাও রাখতে হবে।অনেকে শিশুদের সঙ্গে নিয়ে ভোট দিতে আসেন। সেক্ষেত্রে শিশুদের দেখাশোনার জন্য একজন করে স্বেচ্ছাসেবক নিয়োগ বাধ্যতামূলক। ভোটের লাইনে দাঁড়ানোর ভোটারদের জন্য মাথার উপর ছাউনির ব্য়বস্থা করতে হবে।প্রবল গরমে ভোটের লাইনে দাঁড়িয়ে ভোটাররা অনেক সময় অসুস্থ হয়ে পড়েন কিংবা সানস্ট্রোক হয় তাঁদের। সেক্ষেত্রে কী কী করণীয় তাও নির্বাচন কমিশনে পরামর্শে জানিয়েছে। অসুস্থ ব্যক্তিকে ঠান্ডা জায়গায় শুইয়ে রাখতে হবে। মাথার জল ঢালতে হবে। ব্য়ক্তির ঘর্মাক্ত জামাকাপড় পরিষ্কার করে দিতে হবে। ORS বা ওই ধরনের কোনও পানীয় খাওয়ানো যেতে পারে প্রয়োজনে। এরপরেও যদি অসুস্থ ব্য়ক্তি সুস্থ না হন বা তাঁর অবস্থার অবনতি হয় তবে অবিলম্বে তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হবে।এছাড়া দুপুর ১২টা থেকে দুপুর ৩টে পর্যন্ত প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দিয়েছে কমিশন। ১৯ এপ্রিল রাজ্য়ের তিনটি আসনে ভোট হবে।
  • Link to this news (এই সময়)