• Digha: ভাবতেই পারবেন না! পর্যটকদের স্বার্থে অকল্পনীয় উদ্যোগ দিঘায়! যুগান্তকারী তৎপরতায় প্রশংসার স্রোত!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ এপ্রিল ২০২৪
  • Digha:

    সমুদ্রনগরী দিঘা এবার পর্যটকদের কাছে আরও বেশি আকর্ষণীয় হবেই হবে! আগেই এব্যাপারে প্রশাসনিক ঘোষণা হয়েছিল, সেই মতো উদ্যোগ নেওয়াও শুরু হয়েছে। যার জেরে দিঘা সমুদ্র সৈকত চত্বর থেকে শুরু করে আশেপাশের এলাকার ভোলই বদলে যাচ্ছে। বেড়াতে গিয়ে এবার দিঘার সমুদ্র পাড়কে যেন নতুন করে আবিষ্কার করছেন পর্যটকেরা।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)