পূর্বাভাস সত্যি করে রবিবার সকাল থেকেই হাওয়া বদল দক্ষিণবঙ্গে। শহর কলকাতার পাশাপাশি শহরতলি ও জেলাগুলিতেও সকাল থেকেই আকাশের মুখ ভার। একেবারে ভোরের দিকে ক্ষণিকের জন্য রোদের দেখা মিলেছিল। তবে তারপর থেকেই আবহাওয়ার বদলটা চোখে পড়তে শুরু করে। কালো মেঘে ঢাকা পড়ে আকাশ।