• Lok Sabha Election 2024 : রাজ্যে প্রথম দফায় সব বুথেই কেন্দ্রীয় বাহিনী
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৪
  • এই সময়: রাজ্যে প্রথম দফার ভোটে সব বুথেই থাকবে কেন্দ্রীয় বাহিনী। শনিবার কমিশনের এক উচ্চ পর্যায়ের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসন্ন লোকসভা ভোটে বাংলায় কেন্দ্রীয় বাহিনী মোতায়েনের বিষয়ে এদিন বালিগঞ্জের বিএসএফ অতিথি নিবাসে বৈঠকে বসেছিলেন কমিশনের কর্তারা। সেখানে হাজির ছিলেন রাজ্যের দায়িত্বপ্রাপ্ত স্পেশাল জেনারেল অবজার্ভার অলোক সিনহা, স্পেশাল পুলিশ অবজার্ভার অনিলকুমার শর্মা, রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাব, স্টেট পুলিশের নোডাল অফিসার আনন্দ কুমার এবং কেন্দ্রীয় বাহিনীর নোডাল অফিসার।সেই বৈঠকে ঠিক হয়েছে, প্রথম দফায় যে তিনটি লোকসভা কেন্দ্রের ভোট রয়েছে সেখানে প্রতিটি বুথে কেন্দ্রীয় বাহিনী থাকবে। সে জন্য কয়েক দিনের মধ্যেই রাজ্যে বাড়তি বাহিনী পাঠানো হবে। আগামী ১৯ এপ্রিল কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্রে ভোটগ্রহণ রয়েছে। কিন্তু সেখানে এখনও পর্যাপ্ত কেন্দ্রীয় বাহিনী না আসায় সমস্ত বুথে জওয়ান দেওয়া যাবে কি না, তা নিয়ে কিছুটা সংশয়ে ছিলেন কমিশনের কর্তারা। দিল্লির তরফে আশ্বাস মেলার পরে সেই অনিশ্চয়তার মেঘ কাটতে চলেছে বলে দাবি করছেন কমিশনের আধিকারিকরা।

    কমিশনের খবর অনুযায়ী, এ পর্যন্ত রাজ্যে মোট ১৭৭ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী এসেছে। বুধবারের মধ্যে আরও ১০০ কোম্পানি আসার কথা। পয়লা বৈশাখের পরে ঢুকবে আরও ১৫০ কোম্পানি। সবমিলিয়ে সংখ্যাটা বেড়ে হবে ৪২৭ কোম্পানি। যদিও তাদের সবাইকে প্রথম দফার ভোটে ব্যবহার করতে পারবে না কমিশন। তার কিছুটা কলকাতা এবং উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় পাঠানো হবে। অন্যান্য জেলাতেও রুটমার্চের জন্য কেন্দ্রীয় বাহিনী প্রয়োজন। এদের বাদ দিলে প্রথম দফার ভোটে বুথ পাহারার জন্য আনুমানিক ৩৩০ কোম্পানি বাহিনী পাওয়া যাবে।

    কমিশনের দেওয়া তথ্য অনুযায়ী, কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি লোকসভা কেন্দ্র মিলিয়ে মোট ৫ হাজার ৪০০টি বুথ রয়েছে। এখনও পর্যন্ত কোচবিহার জেলায় ১৭ কোম্পানি, আলিপুরদুয়ারে ৯ কোম্পানি এবং জলপাইগুড়ি জেলায় ১১ কোম্পানি বাহিনী পাঠানো হয়েছে। একেকটা বুথে কম করে চারজন কেন্দ্রীয় বাহিনীর জওয়ান থাকেন। সেই হিসেব ধরলে প্রথম দফার ভোটের জন্য প্রায় ৩৭৮ কোম্পানি বাহিনীর প্রয়োজন। হিসেব বলছে, একেকটা কোম্পানিতে গড়ে ৮০ থেকে ১২০ জন করে জওয়ান থাকেন। এদিকে, বিরোধী দলগুলির পাশাপাশি রাজ্যের সমস্ত বুথে কেন্দ্রীয় বাহিনী রাখার দাবি জানিয়েছে ভোটকর্মীদের সংগঠন শিক্ষানুরাগী ঐক্য মঞ্চ।
  • Link to this news (এই সময়)