• Trinamool Congress: সন্ধেবেলা গোপনে NIA আধিকারিকের সঙ্গে সাক্ষাৎ BJP নেতা জিতেন্দ্র তিওয়ারির! বিস্ফোরক তৃণমূল
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৪
  • BJP-র বিরুদ্ধে ফের একবার 'এজেন্সি রাজনীতি'-র অভিযোগ তুলে সরব হলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ। নির্বাচনী আদর্শ আচরণবিধি লাগু হওয়ার পর NIA আধিকারিকের বাড়িতে গিয়েছিলেন BJP নেতা জিতেন্দ্র তিওয়ারি, সাংবাদিক বৈঠকে এমনটাই দাবি করলেন তিনি। কুণালের দাবি, 'মানুষ জেনে গিয়েছে, BJP-র ক্যাডার হিসেবে NIA-কে ব্যবহার করা হচ্ছে।’ভূপতিনগর বিস্ফোরণের তদন্তে গিয়ে শনিবার 'আক্রান্ত' হতে হয় NIA-কে। এরপরেই গ্রেফতার করা হয় দুই তৃণমূল নেতা বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানাকে। এরপর থেকেই তপ্ত রাজনৈতিক মহল। ভোটের সময় এজেন্সিগুলিকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হল তৃণমূলের পক্ষ থেকে।

    রবিবার একটি সাংবাদিক বৈঠক হয় তৃণমূল ভবনে। সেখানে কুণাল ঘোষ বলেন, ‘২৬ মার্চ ২০২৪, NIA-র SP ধনরাম সিংয়ের কলকাতার বাড়িতে যান BJP নেতা জিতেন্দ্র সিং। তাঁরা দেখিয়ে দেন, লিস্ট তুলে দেন, কোন কোন এলাকায় কাকে গ্রেফতার করতে হবে। সেই অনুযায়ী NIA ঠিক করে তল্লাশি করে সেই জায়গায় আতঙ্ক ছড়িয়ে তৃণমূলের বুথ কর্মী নেতাদের আনবে। ২৬ মার্চ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে NIA-র SP ধনরাম সিংয়ের বাড়িতে যান BJP নেতা জিতেন্দ্র তিওয়ারি।’ এদিন ৬টা ৩০ মিনিট থেকে ৭টা ২২ মিনিট পর্যন্ত তাঁদের কথা হয় বলে দাবি কুণালের। সংশ্লিষ্ট ফ্ল্যাটের লিজ সংক্রান্ত তথ্য তুলে ধরেন জিতেন্দ্র তিওয়ারি। যেখানে দাবি করা হয়, ওই ফ্ল্যাটের লিজ রয়েছে সংশ্লিষ্ট NIA কর্তার নামেই।

    কুণাল এদিন বলেন, ' আমরা অভিযোগ করছি, একটি সাদা প্যাকেটে অর্থের লেনদেন হয়েছে। তা সত্যি কিনা তদন্ত হোক। পুলিশকে ধনরাম সিংয়ের বিরুদ্ধে FIR করার আবেদন করব। তাঁদের মোবাইল ফোনের লোকেশন খতিয়ে দেখা হোক। সাড়ে ৬টা থেকে ৭টা ২২, এই সময় তাঁদের ফোন থেকে কোথায় কোথায় ফোন গিয়েছে তা পুলিশকে খুঁজে বার করতে হবে।' কেন্দ্রীয় এজেন্সিগুলির অপব্যবহার করা হচ্ছে বলে দাবি করা হয় কুণাল ঘোষের পক্ষ থেকে।

    এদিকে পালটা সরব BJP-ও। কুণালের দাবি প্রসঙ্গে রাজ্য BJP-র মুখপাত্র শমীক ভট্টাচার্য বলেন, 'যেদিন জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে NIA আধিকারিকের সাক্ষাৎ হয়েছিল বলে কুণাল ঘোষ দাবি করছেন সেদিন কি ভূপতিনগরের বিস্ফোরণ হয়েছিল? তা তো হয়েছিল ২০২২ সালে। আদালতে নির্দেশে তদন্ত চলছে। এগুলো নিয়ে যা অভিযোগ করার তা তাঁরা নির্বাচন কমিশনে করতে পারেন। কিন্তু, এতে ভূপতিনগরের বিস্ফোরণ মিথ্যে হয়ে যাবে না। তা সত্য। সত্য সাময়িক প্রতারিত হতে পারে, কিন্তু, পরাজিত হয় না।’ বিষয়টি নিয়ে জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে একাধিকবার ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি উত্তর দেননি।
  • Link to this news (এই সময়)