• Lok Sabha Election 2024 Live : '২০১১-র আগে মানুষ ভয়ে বেরত না', পুরুলিয়ায় বললেন মমতা
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৪
  • লাগাতার নির্বাচনী সভা চলছে রাজনৈতিক দলগুলির। উত্তরবঙ্গের পর পুরুলিয়ায় মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন পুরুলিয়া লোকসভা কেন্দ্রের দলীয় প্রার্থী শান্তিরাম মাহাতর সমর্থনে প্রচার সভা করবেন তৃণমূল নেত্রী। বেলা ১২টায় লধুড়কা চণ্ডেশ্বর শিব মন্দিরের মাঠে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। এদিকে ভূপতিনগরের ঘটনায় ইতিমধ্যেই সরগরম রাজ্য রাজনীতি। তদন্তে গিয়ে আক্রান্ত হতে হয়েছে এনআইএ-কে। আর যার জেরে উত্তপ্ত গোটা পরিস্থিতি। এই ঘটনায় গতকালই মুখ খুলেছেন মুখ্যমন্ত্রী। সেক্ষেত্রে এদিনের সভাতেও মমতা ওই বিষয়ে কিছু বলেন কি না, সেদিকে নজর রয়েছে সকলের।>পুরুলিয়ায় এয়ারপোর্ট করার কাজ চলছে, ওটা হয়ে গেলে যাতায়াত আরও তাড়াতাড়ি হবে : মমতা

    >বিজেপিকে জেতাবেন না, ওরা জিতলে সব কেড়ে নেবে, ধর্ম কেড়ে নেবে, সম্পদ কেড়ে নেবে : মমতা

    >লিস্টে যত নম্বরেই থাকুক, নীচের দিকে, ভোটটা তৃণমূলকেই দেবেন। তৃণমূলকে যত বেশি আসন দেবেন, তত বেশি বিজেপি হারবে, আগামীদিনে আমরাই থাকব, আমরাই দেশ গড়ব : মমতা

    >আগামীদিনে লক্ষ্মীর ভাণ্ডার চলবে, আদিবাসী ভাতা চলবে, পুরুলিয়ার রূপসী বাংলাও বাঁচবে, ধামসা মাদল চলবে : মমতা

    > মধ্যরাতে এনআইএ ঢুকিয়ে দিচ্ছে, গদ্দারের এলাকায়, রামনবমী আসছে, একটা চকলেট বোমা পড়লেও এনআইএ ঢুকিয়ে দেবে: মমতা

    >আগামী এক-দেড় বছরে মধ্যে আমরা চেষ্টা করছি, ঘর ঘর মে পানি মোদীজির গ্যারান্টি নেহি হ্যায়, আমাদের গ্যারান্টি : মমতা

    >যে মেয়েটা আমার সঙ্গে রাতে এক সাথে শোয়, তার পদবি বাউড়ি : মমতা

    >যাঁরা মাটির বাড়িতে থাকেন, জেনে রাখবেন ভোটের আগে বিজেপির কল সেন্টার থেকে ফোন করছে। বলছে নতুন করে আবেদন কর, তাহলেই ঘরটা পাবে। আমি বলছি, লাগবে না, কারণ ভোটের পর আমরা বাড়ি করে দেব, নতুন করে নাম লিখলে নামটা বাদ দিয়ে দেবে : মমতা

    >যাঁদের মাটির বাড়ি তাঁদের বলতে চাই ৩ বছর ধরে মোদী সরকার কোনও টাকা দেয়নি, আপনাদের ঘর তৈরি করতে, ১০০ দিনের কাজের টাকা দেয়নি। ৫৯ লাখ জব কার্ড হোল্ডারের টাকা আমরা দিয়েছি, ৬০ দিনের কাজ তো দেবই, দরকার হলে ৫০ দিনের কাজও দেব: মমতা

    >আদিবাসী মানুষকে ফরেস্ট পাট্টা দেওয়া হচ্ছে, সাঁওতাসি ও কুরুগ ভাষাকে স্বীকৃতি দেওয়া হয়েছে : মমতা

    >পানাগড় - রগুাথপুর, ডানকুনি - রঘুনাথপুর শিল্পাঞ্চল গড়ে উঠছে। অযোধ্যা পাহাড়ে থাকার জায়গা ছিল না। ভয়ে মানুষ ২০১১-র আগে বেরোতে পারত না। ট্যুরিস্ট আসত না, মানুষ বাঁচত না : মমতা

    এর আগে উত্তরবঙ্গে পরস্পর সভা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার জঙ্গলমহলে সভা মমতা বন্দ্যোপাধ্যায়ের। প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে পুরুলিয়া আসনে জয়ী জয় বিজেপি।

    এদিকে এদিনই ফের রাজ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। জলপাইগুড়িতে সভা করবেন তিনি। জলপাইগুড়ি ধূপগুড়ির ময়নাতলি এলাকায় তিনটে হ্যাঙার টাঙিয়ে করা হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভার আয়োজন। গত শুক্রবার থেকে কয়েক দফায় চলেছে হেলিকপ্টার ওঠানামার মহড়াও। অন্তত ২০টি গাড়ির কনভয় রাখা থাকছে হেলিপ্যাডের মাঠে। কনভয় চেপে সেখান থেকেই সভামঞ্চে পৌঁছনোর কথা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। রবিবার দুপুর সওয়া দুটে নাগাদ সভায় পৌঁছনোর কথা প্রধানমন্ত্রীর।
  • Link to this news (এই সময়)