• টার্গেট ইজ়রায়েল, ইরানি হুমকিতে চিন্তায় ইউএস!
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৪
  • এই সময়: সিরিয়ায় তাদের দূতাবাসে হামলার ঘটনায় ইজ়রায়েলকেই কাঠগড়ায় তুলেছে ইরান। আর তাই এ বার সরাসরি হামলার হুঁশিয়ারি বেঞ্জামিন নেতানিয়াহুর দেশকে। সেই সঙ্গে আমেরিকাকে ইরানের সতর্কবার্তা, 'দূরে থাকুন, না হলে হামলার মুখে পড়তে হবে আপনাদেরও।' সেই সঙ্গে ইরানের মদতপুষ্ট হেজবোল্লা জঙ্গিগোষ্ঠীরও হুমকি- যুদ্ধের জন্য তৈরি থাকুক ইজ়রায়েল।গত সোমবার সিরিয়ার দামাস্কাসে ইরানি কনসুলেটে চলে এয়ারস্ট্রাইক। প্রাণ যায় দুই জেনারেল-সহ সাত জন ইরানির। ইরানের দাবি, তাদের শত্রুরাষ্ট্র ইজ়রায়েলই হামলা চালিয়েছে। এর আগে সিরিয়ায় একাধিক ইরানি টার্গেটে হামলা চালিয়েছে ইজ়রায়েল কিন্তু কূটনীতিক বিল্ডিংয়ে সরাসরি হামলা এই প্রথম। এদিকে, গাজ়ায় সংঘর্ষ শুরু হওয়ার পর ইজ়রায়েলের পাশেই দাঁড়িয়েছে ইউএস। তাদের অস্ত্রসাহায্যও করেছে। সেই ওয়াশিংটনকেই লিখিত বার্তা দিয়েছেন ইরানের প্রেসিডেন্টের রাজনৈতিক বিষয় সংক্রান্ত ডেপুটি চিফ অফ স্টাফ মহম্মদ জামশিদি। লিখেছেন, 'ইরান আমেরিকাকে সতর্ক করছে- নেতানিয়াহুর ফাঁদে পা দেবেন না। সরে দাঁড়ান, না হলে আঘাত আপনাদের উপরও আসবে।' জামশিদি পরে জানান, ইউএস নাকি অনুরোধ করেছে, যাতে কোনও মার্কিন টার্গেটে হামলা না করে ইরান।

    তবে ওয়াশিংটনের তরফে সরাসরি কোনও বার্তা আসেনি। মার্কিন সংবাদমাধ্যমসূত্রে খবর, এই হুমকির পর ইউএস হাই-অ্যালার্ট পজ়িশনে রয়েছে। আমেরিকার বুকে ইজ়রায়েলি বা ইজ়রায়েল ভূখণ্ডে মার্কিন কোনও টার্গেটে ইরান হামলা চালাতে পারে, এই সম্ভাবনা ধরে নিয়েই তৈরি থাকছে মার্কিন প্রশাসন। এমনকী মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ঘনিষ্ঠ মহলে আশঙ্কা প্রকাশ করেছেন- এ বার মিলিটারি বা গোয়েন্দা বিভাগকে টার্গেট করতে পারে ইরান। আর বাইডেন প্রশাসনের তরফে সরাসরিই নাকি ইরানের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বাইডেন প্রশাসন তাদের বোঝানোর চেষ্টা করছে, সোমবার দামাস্কাসে ইরানি দূতাবাসে যে হামলাটা হয়েছে, তার ব্যাপারে কিছুই জানত না আমেরিকা, ফলে তাদের রেয়াত করা হোক!

    ইরান বা আমেরিকা, কেউই অবশ্য এই কথোপকথনের ব্যাপারে সরকারি ভাবে কিছু স্বীকার করেনি। ইরান শুধু জানিয়েছে, ইজ়রায়েলকে মোক্ষম 'থাপ্পড়' দিতে তৈরি তারা। তবে নিজেরা সরাসরি হামলা করবে, নাকি তাদের মদতপুষ্ট হেজবোল্লা জঙ্গিগোষ্ঠী আক্রমণ চালাবে, সেটা স্পষ্ট নয়। দামাস্কাসের এই ঘটনার পর ইরান যে প্রত্যাঘাত করতে পারে, তা আঁচ করেছিল ইজ়রায়েল। ফলে, কমব্যাট ট্রুপের সব ছুটি বাতিল করেছে তারা। অতিরিক্ত বাহিনী মোতায়েন রেখেছে। এয়ার ডিফেন্সও মজবুত করার চেষ্টা চালিয়ে যাচ্ছে ইজ়রায়েল। শুক্রবার ইজ়রায়েলি এয়ারবেসে দাঁড়িয়ে তাদের প্রতিরক্ষামন্ত্রী ইয়োভ গ্যালান্টকে বলতে শোনা গিয়েছে, 'দামাস্কাস হোক বা বেইরুট, ইজ়রায়েল তার শত্রুদের জবাব দিতে তৈরি। তবে শত্রুরাও জবাব দেওয়ার সুযোগ খুঁজছে। আমরা বহুস্তরীয় ডিফেন্স নিয়ে তৈরি।'

    হেজবোল্লার জঙ্গিনেতা হাসান নাসরাল্লাহ আবার শুক্রবার বলেছেন, 'ইরানের জবাব অবশ্যই আসবে আর আমরা এই সিদ্ধান্তে কোনও হস্তক্ষেপ করব না। ইরানের এই জবাবের পর ইজ়রায়েল কী ভাবে মাথা তুলে দাঁড়ায়, সেটাই আমরা দেখতে চাই। ইজ়রায়েলের বিরুদ্ধে যুদ্ধের জন্য হেজবোল্লাও প্রস্তুত।'
  • Link to this news (এই সময়)