• ধর্মতলার মলে বাজ পড়ে বিপত্তি, ঝড়-বৃষ্টিতে লন্ডভন্ড একাধিক জেলা, মৃত ৩
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৪
  • সাময়িক ঝড়ে লন্ডভন্ড পূর্ব বর্ধমান জেলার জামালপুরের একাধিক এলাকা। ঝড়ে উড়ে গিয়েছে একাধিক ঘরের চাল। ঝড়ের তোড়ে অস্থায়ী সেতু থেকে নীচে পড়ল চারচাকা গাড়ি। উপড়ে পরেছে একাধিক বিদ্যুৎতের খুঁটি ও গাছ। এখন পর্যন্ত বর্ধমান, হুগলি, উত্তর ২৪ পরগনা জেলা মিলিয়ে মোট তিনজনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে।রবিবার সকালের দিকে হঠ্যাৎ করেই শুরু হয় ঝড়। লন্ডভন্ড অবস্থা হয়ে যায় জামালপুরের সাতগড়িয়া, কোড়া, শিয়ালি, মাঠ শিয়ালি, অমরপুর সহ একাধিক এলাকা। জেলা প্রশাসন সূত্রে জানা গিয়েছে, সাময়িক এই ঝড়ে এখনও পর্যন্ত ৩০-৪০টি বাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এছাড়াও একাধিক বিদ্যুৎতের খুঁটি ও গাছ উপড়ে গিয়েছে।

    বেশ কিছু এলাকার বিদ্যুৎ পরিষেবা বিচ্ছিন্ন হয়ে পরেছে। অন্যদিকে, জামালপুরের অমরপুর এলাকায় দামোদরের উপর অস্থায়ী সেতু পারাপারের সময় ঝড়ে কবলে পরে একটি চারচাকা গাড়ি। ঝড়ে তোড়ে সেতু থেকেনগাড়িটি নীচে পরে যায়। ঘটনায় গুরুতরভাবে আহত হয়েছেন ২ জন। তাদের জামালপুর ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হয়। ঘটনাস্থলে বিডিও জামালপুর ও অনান্য জনপ্রতিনিধিরা। খবর পাওয়া মাত্রই ঘটনাস্থলে যান জামালপুরের বিডিও পার্থসারথী দে সহ এলাকার জন প্রতিনিধিরা। প্রাথমিক ভাবে ক্ষতিগ্রস্ত পরিবার গুলির সঙ্গে কথা বলে তাঁদের খাবার ও পানীয় জলের ব্যবস্থা করা হচ্ছে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

    অন্যদিকে, মাঠ থেকে গোরু আনতে গিয়ে বজ্রঘাতে মৃত্যু হল এক ব্যক্তি। মৃতের নাম ভিম কর ৫১। তার বাড়ি মেমারি থানার পাল্লা ২ নম্বর ক্যাম্প এলাকায়। পরিবার সূত্রে জানা গিয়েছে, রবিবার সকাল ৬টা নাগাদ হঠাৎই শুরু হয় প্রবল ঝড় বৃষ্টি, এরপরেই স্থানীয় সূর্যনগর মাঠে গোরু আনতে যায় ভীম কর। সেই সময় হঠাৎই বজ্রপাতের বিকট আওয়াজ হয়। পরিবারের লোকজন ছুটে গিয়ে দেখে ভীম ও তার গোরুটি মাটিতে লুটিয়ে পড়ে রয়েছে। এরপরেই ভীমকে সেখান থেকে উদ্ধার করে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করা হয়। উত্তর ২৪ পরগনার গাইঘাটার এক কৃষকের বজ্রাঘাতে মৃত্যু হয়েছে বলে খবর।

    অন্যদিকে, হুগলি জেলায় সাত সকালেই বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড় বৃষ্টির জের, বজ্রপাতে বলি এক যুবক। ঘটনা তারকেশ্বরের গ্রাম পিয়াসাড়া এলাকার। মৃত যুবকের নাম লক্ষণ মালিক(২৬)। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে। এদিন খুব সকালে কৃষি জমিতে কৃষিকাজ করছিল ওই যুবক। আবহাওয়ার পরিবর্তন হতে দেখেই বাড়ি ফেরার চেষ্টা করে সেই সময় হঠাৎই শুরু হয় বজ্রবিদ্যুৎ সহ প্রবল ঝড়-বৃষ্টি। বজ্রপাতে গুরতর আহত হয়ে লুটিয়ে পড়ে রাস্তায় ওই যুবক।সেই অনেকেই কৃষি জমি থেকে বাড়ি ফিরছিলেন। পরিবারের লোকজন ও স্থানীয়রা তড়িঘড়ি তারকেশ্বর গ্রামীণ হাসপাতাল ভর্তি করে ওই যুবককে হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক ওই যুবককে মৃত ঘোষণা করেন। দেহ ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ।
  • Link to this news (এই সময়)