মায়াপুরে ইসকনে মাহুতকে পিষে মারল হাতি, মন্দির চত্বরে চাঞ্চল্য
এই সময় | ০৭ এপ্রিল ২০২৪
খাবার দেওয়ার সময় মাহুতকে পিষে মারল হাতি। ঘটনায় আহত আরও একজন মাহুত। চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদীয়ার মায়াপুর ইসকনের হাতিশালায়। মৃত মাহুতের নাম সমুদ্র রাভা। বয়স আনুমানিক ২৭ বছর। তার বাড়ি অসমের কামরূপ জেলার ডুলিয়া গ্রামে। সূত্রের খবর, শনিবার রাতে হাতিকে খাবার দিতে গিয়েই এই ঘটনা ঘটে। ঘটনার পর মাহুতকে নিয়ে যাওয়া হয় স্থানীয় মায়াপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখানে কর্তব্যরত চিকিৎসক মাহুতকে মৃত বলে ঘোষণা করে। ঘটনায় অন্য আরও একজন মাহুত আহত হয়ে চিকিৎসাধীন মায়াপুরের বেসরকারি হাসপাতালে।জানা গিয়েছে, রাতে হাতিকে খাবার দিতে যান সমুদ্র রাভা। সেই সময়ই মাহুতকে পিলারে পিষে দেয় মায়াপুর ইসকনের একটি ছোট হাতি। হাতির এমন বেগতিক পরিস্থিতি দেখে অপর মাহুত উপর থেকে লাফ দেন। তাঁরও গুরুতর আঘাত লাগে। তবে ঠিক কী কারনে এবং কী ভাবে মৃত্যু হয়েছে ওই মাহুতের তার তদন্ত শুরু করেছে মায়াপুর ফাড়ি ও নবদ্বীপ থানার পুলিশ।
মাহুতের মৃত্যুর বিষয় ইসকনের জনসংযোগ আধিকারিক রসিক গৌরাঙ্গ দাস বলেন, 'প্রতিদিনের মতো শনিবারও দু'টি হাতিকে ঘোরাতে নিয়ে আসে মাহুত। হাতিশালায় ফিরে গিয়ে হাতিকে খাবার দেওয়ার সময় হয়ত এমন ঘটনা ঘটেছে। ঘটনায় আরও একজন আহত আছেন। তাঁকে প্রথমে মায়াপুর কমিউনিটি হাসপাতাল, এবং সেখান থেকে কল্যাণী জেএনএম হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। মৃত মাহুতের দেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হয়েছে। ময়না তদন্তের রিপোর্ট না আসা পর্যন্ত বলা যাবে না, ঠিক কী ভাবে মৃত্যু হয়েছে।'
এই বিষয়ে কৃষ্ণনগর পুলিশ জেলার অতিরিক্ত পুলিশ সুপার উত্তম ঘোষ বলেন, 'শনিবার রাতে মায়াপুরের হাতিশালায় শুঁড় দিয়ে হাতি চেপে দিয়েছে মাহুতকে। সেখান থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে। ঘটনায় আরও একজন মাহুত আহত হয়েছেন, তিনি চিকিৎসাধীন। মৃতদেহ ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। রিপোর্ট না আসা পর্যন্ত জানা যাবে না ঠিক কী ভাবে মৃত্যু হল মাহুতের।'
প্রসঙ্গত, রাজ্যের কোনও কোনও জেলায় মাঝে মধ্যেই হাতির হানায় মৃত্যুর খবর পাওয়া যায়। আবার হাতির হানা ঠেকাতে বনদফতরের তরফে বিভিন্ন ব্যবস্থাও গ্রহণ করা হয়ে থাকে। তবে ইসকনের এই ঘটনায় ব্যাপকভাবে চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে গোটা ইসকন মন্দির চত্বরজুড়ে।