'ওঁদের বড় সংগঠনই নেই’, ব্যারাকপুরে পার্থ-অর্জুনকে সরাসরি চ্যালেঞ্জ দেবদূতের
এই সময় | ০৭ এপ্রিল ২০২৪
একজনকে ব্যারাকপুরের ‘বাহুবলী’, আরেকজন তৃণমূলের প্রভাবশালী মন্ত্রী। প্রথমজন সদ্য তৃণমূল থেকে বিজেপিতে গিয়ে টিকিট পাওয়া অর্জুন সিং, দ্বিতীয় জন তৃণমূল কংগ্রেস প্রার্থী পার্থ ভৌমিক। এই দুই ওজনদার প্রার্থীর বিরুদ্ধে লড়ছেন সিপিএমের ‘তারকা’ প্রার্থী দেবদূত ঘোষ। দুই হেভিওয়েট প্রার্থীর বিরুদ্ধে লড়াইটা কি কঠিন? দেবদূতের উত্তর, ‘দুই প্রার্থীর দলের সেরকম সংগঠন নেই এই এলাকায়।’গত বিধানসভা নির্বাচনে টালিগঞ্জ কেন্দ্র থেকে দাঁড়িয়েছিলেন দেবদূত ঘোষ। এবার তাঁকে ব্যারাকপুর লোকসভা কেন্দ্রে টিকিট দিয়েছে বামফ্রন্ট। প্রচার কিছুটা দেরিতে শুরু হলেও দেবদূতের দাবি, ব্যারাকপুর লোকসভা কেন্দ্র জুড়ে তাঁদের যে শক্ত সংগঠন রয়েছে, তাতেই অনেকটা এগিয়ে থাকবেন তিনি। দেবদূত বলেন, ‘আমাদের বড় সংগঠন রয়েছে এখানে, বহু মানুষ ঘাম ঝরায় তার জন্য। আমার বিরোধী যাঁরা প্রার্থী আছেন, যাঁরা কেউ মন্ত্রী বা কেউ সাংসদ হয়ে আছেন, তাঁদের এত বড় সংগঠন আছে বলে আমার মনে হয় না।’
একটা সময়, ব্যারাকপুর শিল্পাঞ্চল সহ উত্তর ২৪ পরগনা জেলার বিস্তীর্ণ এলাকা বাম দুর্গ বলে পরিচিত ছিল। সেই জায়গাতেই গত দশ বছরে সিপিএমের থেকে ক্ষমতার হস্তান্তর হয়েছে তৃণমূল কংগ্রেস এবং বিজেপির হাতে। তবে দেবদূত বলেন, ‘আমরা এখানে প্রায় দশ বছর ধরে ক্ষমতায় নেই…তবে পার্টি নিয়ে আমি খুবই আশাবাদী, কর্মীদের ব্যাপারেও আশাবাদী, ভালো লড়াই হবে।’
ব্যারাকপুরে শিল্পের পরিবেশ ফিরিয়ে আনাটাই বামেদের প্রধান লক্ষ্য হবে বামেদের বলে উল্লেখ করেন তিনি। দেবদূতের কথায়, ব্যারাকপুরে কি করে শিল্পের পরিবেশ তৈরি করা যায়, জমি হাঙরদের হটিয়ে, বিশেষ করে মজদুরদের জীবনযাত্রার মান যাতে বাড়ানো যায়, ইস্তেহারে আমরা দিয়েছি, যাতে তাঁদের মজুরি বাড়ানো যায়, সবাই মিলে আমাদের এটা চেষ্টা করতে হবে।
ব্যারাকপুর এর বর্ষীয়ান সিপিএম নেতা তথা প্রাক্তন সাংসদ তড়িৎ বরণ তোপদার-এর সঙ্গে দেখা করতে আসেন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী দেবদূত ঘোষ। এর আগে ব্যারাকপুর কেন্দ্রের তৃণমূল প্রার্থী পার্থ ভৌমিক এবং বিজেপি প্রার্থী অর্জুন সিংও এই বর্ষিয়ান নেতার আশীর্বাদ নিয়ে গিয়েছেন। দেবদূত ঘোষ বলেন, ‘তিনি রাজনৈতিক দ্রোণাচার্য। আমাদের অভিভাবক। তাঁর পরামর্শ আমাদের কাছে গুরুত্বপূর্ণ।’ প্রসঙ্গত, এই কেন্দ্র থেকে এবার রাজ্যের মন্ত্রী পার্থ ভৌমিককে টিকিট দিয়েছে তৃণমূল কংগ্রেস। অন্যদিকে, তৃণমূল ছেড়ে বিজেপিতে গিয়ে টিকিট পান সাংসদ অর্জুন সিং। তবে ব্যারাকপুরে এবার ত্রিমুখী লড়াই হবে বলেই আশা রাখছে বাম শিবির।