MOTIVATIONAL STORY: অভাবে বন্ধ হয়েছে পড়াশুনা, দুঃস্থ পড়ুয়াদের ‘মানুষ’ করতে প্রাণপাত ‘মাস্টার দাদার’
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ এপ্রিল ২০২৪
সংসারের হাল ধরতে যে ছেলেটাকে উচ্চমাধ্যমিকের গণ্ডি পেরোনোর পর টোটো নিয়ে রাস্তায় নেমে পড়তে হয়েছে সেই ছেলেটাই আজ এলাকার ৭০ জন দুঃস্থ বাচ্চার পড়াশুনার দায়িত্ব কাঁধে তুলে নিয়েছেন।