• Thunderstorm: কালবৈশাখী ঝড়ে সেতু থেকে গাড়ি উড়ে পড়ল দামোদরে, গুরুতর আহত ২ তৃণমূল নেতা
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ এপ্রিল ২০২৪
  • TMC Leaders car overturned:

    ভোটের উত্তাপের মাঝেই দাপট দেখাতে শুরু করে দিয়েছে কালবৈশাখী। সেই কালবৈশাখী ঝড়ের

    দাপটে তৃণমূল নেতার গাড়ি সেতু থেকে উড়ে গিয়ে আছড়ে পড়ল একেবারে দামোদর নদে। রবিবার সকালের এই ঘটনায় জখম হন পূর্ব বর্ধমানের জামালপুরের জ্যোৎশ্রীরাম অঞ্চল তৃণমূলের সভাপতি তপন কুমার দে এবং তাঁর সহকর্মী অভিজিৎ পোড়েল।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)