• Bankshall Court: ডিএ-র দাবিতে পথে নেমে গ্রেপ্তার সরকারি কর্মীরা, প্রতিবাদে উত্তাল আদালত চত্বর
    আজকাল | ২৪ নভেম্বর ২০২২
  • আজকাল ওয়েবডেস্ক: বাকি বহু মাসের ডিএ, সেই দাবি নিয়েই পথে নেমছিলেন সরকারি কর্মীরা।

    বিক্ষোভে পথে নেমে পুলিশের হাতে আটক হয়েছেন ৪৮ জন সরকারি কর্মী। আজ সহকর্মীদের মুক্তির দাবিতে ব্যাঙ্কশাল কোর্ট চত্বরে বিক্ষোভ দেখিয়েছেন সরকারি কর্মীরা। হাতে প্ল্যাকার্ড, সাদা পাতায় তাতে লেখা নিজেদের দাবি। বৃহস্পতির দুপুরে কলকাতার বুকে সরকারি কর্মীদের বিক্ষোভে উত্তাল হয়ে ওঠে ব্যাঙ্কশাল আদালত চত্বর। বিক্ষোভে সামিল হয়েছেন শিক্ষক, হাইকোর্টের কর্মী সহ একাধিক বিভাগের সরকারি কর্মীরা। তাঁদের অভিযোগ, সরকারি কর্মীদের মিথ্যে মামলায় ফাঁসানো হয়েছে।

    ডিএ-র দাবিতে বুধবার উত্তাল হয়েছিল কলকাতা। নিজেদের দাবিতে সরকারি কর্মীরা পথে নামলে মাঝপথে তাঁদের মিছিল আটকে দেয় পুলিশ। শুরু হয় বচসা। শুরু হয় ধস্তাধস্তি। পুলিশের বাধা অতিক্রম করে বিক্ষোভকারীরা বিধানসভার দিকে এগিয়ে যেতে থাকলে ফের শুরু হয় বচসা-ধস্তাধস্তি। তারপরেই কর্মীদের আটক করে পুলিশ। আজ আদালতে আটক কর্মীদের তিনদিনের হেফাজত চেয়েছে পুলিশ। ধৃত আন্দোলনকারীদের বিরুদ্ধে ৯ টি ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাঁদের হয়ে আদালতে সওয়াল করছেন বিকাশরঞ্জন ভট্টাচার্য। 
  • Link to this news (আজকাল)