• Narendra Modi in Jalpaiguri: ইডির পর NIA-র উপর হামলায় রেগে আগুন মোদী! দিন বেঁধে বাংলায় ভীষণ কঠিন অভিযানের হুঁশিয়ারি
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ এপ্রিল ২০২৪
  • Modi in Jalpaiguri:

    ED-র পর এবার রাজ্যে NIA-র উপর হামলা নিয়ে সরব খোদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (Narendra Modi)। রবিবার জলপাইগুড়ির (Jalpaiguri) ধূপগুড়িতে নির্বাচনী সভায় এসে কেন্দ্রীয় এজেন্সির উপর হামলা ইস্যুতে চাঁচাছোলা ভাষায় মোদী আক্রমণ শানানেল রাজ্যের শাসকদল তৃণমূলকে। একইসঙ্গে নরেন্দ্র মোদীর আরও হুঁশিয়ারি, ”৪ জুনের পর দুর্নীতিবাজদের বিরুদ্ধে অভিযান আরও কঠিন হতে চলেছে।”
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)