NIA Attacked in Bhupatinagar: সাংঘাতিক অভিযোগ NIA-এর বিরুদ্ধেই! ভূপতিনগর থানায় নালিশ ধৃত TMC নেতার পরিবারের
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ এপ্রিল ২০২৪
NIA Attacked in Bhupatinagar:
এযেন সন্দেশখালির ঘটনারই পুনরাবৃত্তি। এবার NIA-এর আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের ভূপতিনগর থানায়। সেই অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্তও শুরু করে দিয়েছে। শনিবার কাঁথির ভূপতিনগরে বিস্ফোরণ মামলার তদন্তে গিয়েছিল কেন্দ্রীয় সংস্থা। দুই তৃণমূল নেতাকে আটক করে গাড়িতে তোলার পরেই ধু্ন্ধুমার কাণ্ড বেঁধে যায়। ধৃত এক তৃণমূল নেতার পরিবারের তরফেই এবার NIA আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের থানায়।
Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)