Lok Sabha Election 2024: মোদীর মুখে ফের ‘টুকরে টুকরে গ্যাং’, প্রচারে ঝড় তুলে কংগ্রেসকে ধুইয়ে দিলেন প্রধানমন্ত্রী
ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ এপ্রিল ২০২৪
দেশভাগের চক্রান্ত করছেন বিরোধী জোটের নেতারা। নির্বাচনী ভাষণে কংগ্রেসকে লক্ষ্য করে প্রধানমন্ত্রী মোদীর বেনজির আক্রমণ।
হাতে গোণা আর মাত্র কয়েকটা দিন। তারপরই লোকসভা নির্বাচন। নির্বাচনের আগে বিরোধীদের প্রতি আক্রমণের ঝাঁঝ বাড়িয়েছেন মোদী। কাশ্মীর নিয়ে খাড়গের বক্তব্যের বিষয়ে, বিহারের জনসভা থেকে কংগ্রেসকে নিশানা করে প্রধানমন্ত্রী মোদী বলেন, ‘তাঁর কথা শুনে আমিও লজ্জিত’।