• BBC India Newsroom: ইতিহাসে প্রথম, নজিরবিহীন সিদ্ধান্ত বিবিসি’র, আয়কর হানার এক বছরের মাথায় বড় পদক্ষেপ!
    ইন্ডিয়ান এক্সপ্রেস | ০৭ এপ্রিল ২০২৪
  • কর অনিয়মের অভিযোগে বিবিসির দিল্লি ও মুম্বইয়ের অফিসে গতবছরই আয়কর হানা দেয়। এর ঠিক এক বছরের মাথায় ভারতে বিবিসির নিউজরুম বন্ধ হতে চলেছে। প্রকাশনার লাইসেন্সটি ভারতীয় কর্মচারীদের দ্বারা প্রতিষ্ঠিত একটি প্রাইভেট লিমিটেড কোম্পানির কাছে হস্তান্তর করা হয়েছে। আয়কর লঙ্ঘনের অভিযোগের প্রেক্ষাপটে এই পদক্ষেপ নেওয়া হয়েছে । আগামী সপ্তাহ থেকে, বিবিসি তার প্রাক্তন কর্মচারীদের নিয়ে একটি ‘কালেকটিভ নিউজরুম’ নামে সংস্থা থেকে সংবাদ সম্প্রচারের কাজ শুরু করবে।
  • Link to this news (ইন্ডিয়ান এক্সপ্রেস)