• পন্থকে কি টি-২০ বিশ্বকাপের দলে নেওয়া উচিত' কী বললেন সৌরভ'
    আজকাল | ০৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: আইপিএলের মধ্যেই টি-২০ বিশ্বকাপের দল ঘোষিত হবে। কোটিপতি লিগের পারফরম্যান্সের ওপর নির্ভর করছে বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া। পরপর জোড়া অর্ধশতরান করে এই তালিকায় ঢুকে পড়েছেন ঋষভ পন্থ। তাঁর কি টি-২০ বিশ্বকাপের দলে সুযোগ পাওয়া উচিত? সৌরভ গাঙ্গুলি মনে করেন, পন্থ সম্পূর্ণ ফিট, তবে নিজেকে পুরোপুরি বিশ্বকাপে খেলার উপযুক্ত করতে আরও কিছুটা সময় লাগবে তাঁর। দিল্লি ক্যাপিটলসের ক্রিকেট ডিরেক্টর মনে করেন, আরও কয়েকটা ম্যাচ দেখে নেওয়া উচিত। সৌরভ বলেন, "আরও কয়েকটা ম্যাচ যাক। ও খুবই ভাল খেলছে। উইকেটকিপিং করছে, ব্যাট করছে। ভালভাবে ফিরে এসেছে। দারুণ ফর্মে আছে। বিশেষ করে শেষ দু"ম্যাচে যেভাবে ব্যাট করেছে। আরও একটা সপ্তাহ গেলে, আরও ভাল করে বোঝা যাবে। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ হল, নির্বাচকরা ওকে নিতে চায় কিনা। ও সম্পূর্ণ ফিট আছে।" আইপিএলে বর্তমানে চতুর্থ সর্বোচ্চ রান সংগ্রহকারী ঋষভ পন্থ। চার ম্যাচে ১৫২ রান করেছেন। স্ট্রাইক রেট ১৬০। রবিবার ওয়াংখেড়েতে মুম্বই ইন্ডিয়ান্সের মুখোমুখি দিল্লি। দুই লাস্টবয়ের লড়াই। চার ম্যাচের মধ্যে মাত্র একটিতে জিতেছে ঋষভরা। অন্যদিকে এখনও জয়ের খাতা খুলতে পারেনি মুম্বই। 
  • Link to this news (আজকাল)