• আই লিগ চ্যাম্পিয়ন মহমেডান, এবার কলকাতার তিন প্রধানই খেলবে আইএসএলে ...
    আজকাল | ০৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অপেক্ষার অবসান। ইতিহাসের পাতায় মহমেডান স্পোর্টিং। শনিবার পোলো গ্রাউন্ডে শিলং লাজংকে ২-১ গোলে হারিয়ে আই লিগ চ্যাম্পিয়ন সাদা কালো ব্রিগেড। সরাসরি আইএসএলে খেলার ছাড়পত্র সংগ্রহ করল মহমেডান। অর্থাৎ, আগামী বছর থেকে মোহনবাগান, ইস্টবেঙ্গলের পাশাপাশি ভারতের একনম্বর ফুটবল লিগে অংশ নেবে মহমেডান স্পোর্টিং। এদিন দরকার ছিল এক পয়েন্ট। কিন্তু তিন পয়েন্ট নিয়েই মাঠ ছাড়ল কলকাতার তৃতীয় প্রধান। কোচ আন্দ্রে চের্নিশভ জানতেন, এক পয়েন্টের জন্য খেললে হেরে যাওয়ার সম্ভাবনা থাকে। তাই শুরু থেকেই জয়ের জন্য ঝাঁপায়। ফলও মেলে। ম্যাচের শুরুতেই মহামেডানকে এগিয়ে দেন অ্যালেক্সিস গোমেজ। কিন্তু বেশিক্ষণ লিড ধরে রাখতে পারেনি। এগিয়ে যাওয়ার পর খোলসের মধ্যে ঢুকে পড়ে মহমেডান। তার ফায়দা তুলে ম্যাচে ফেরে লাজং। ম্যাচের ১৫ মিনিটের মাথায় পেনাল্টি থেকে সমতা ফেরান ডগলাস তার্দিন। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়। দ্বিতীয়ার্ধে আরও তেড়েফুঁড়ে শুরু করে সাদা কালো বাহিনী। ম্যাচের ৬২ মিনিটে মহমেডানের হয়ে জয়সূচক গোল করেন এভগেনি কোজলভ‌। দীর্ঘ অপেক্ষার পর অবশেষে স্বপ্নপূরণ। আইএসএলে খেলার ছাড়পত্র সংগ্রহ করে উচ্ছ্বসিত কোচ, ফুটবলার থেকে কর্তারা।
  • Link to this news (আজকাল)