• ভূপতিনগর থানায় এনআইএ-এর বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের...
    আজকাল | ০৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: অভিযানের সময় শ্লীলতাহানি। ভূপতিনগর থানায় এনআইএ-এর আধিকারিকদের বিরুদ্ধে পাল্টা অভিযোগ দায়ের হল। ধৃত তৃণমূল নেতার পরিবারের তরফে শ্লীলতাহানির অভিযোগের ভিত্তিতে এনআইএ-র বিরুদ্ধেই মামলা দায়ের করল পুলিশ। সূত্রের খবর, অভিযোগটি এফআইআর হিসাবে নথিভুক্ত করে তদন্তও শুরু করেছে পুলিশ। আধিকারিকদের বিরুদ্ধে জামিন অযোগ্য ৩৫৪ ধারায় মামলা দায়ের করা হয়েছে। ২০২২ সালের ডিসেম্বরে বিস্ফোরণের ঘটনায় গতকাল ভূপতিনগরের পাঁচ জায়গায় তল্লাশি চালায় এনআইএ। বলাইচরণ মাইতি এবং মনোব্রত জানা নামের দুই অভিযুক্তকে গ্রেপ্তার করে তদন্তকারী আধিকারিকরা। গ্রেপ্তারির সময় মনোব্রতর বাড়ির সামনে জড়ো হয়ে বিক্ষোভ দেখান স্থানীয়রা। সেই সময় আধিকারিকদের কাজে বাধাও দেন। এক এনআইএ আধিকারিক আহত হন। তাঁদের গাড়িও ভাঙচুর করা হয়। এই ঘটনার পরেই স্থানীয় থানায় অভিযোগ দায়ের করা হয়। তদন্তকারী আধিকারিকদের উপর হামলার ঘটনার ২৪ ঘণ্টা পার হয়ে গেলেও, এখনও একজনকেও গ্রেপ্তার করা যায়নি। উল্লেখ্য, এর আগে, সন্দেশখালিতেও ইডির বিরুদ্ধে মামলা করে পুলিশ। এবার ভূপতিনগরেও সেই ঘটনার পুনরাবৃত্তি।
  • Link to this news (আজকাল)