• ডুয়ার্সে হাতির হামলায় মৃত্যু বৃদ্ধার
    আজকাল | ০৭ এপ্রিল ২০২৪
  • অতীশ সেন, ডুয়ার্স: ভোরবেলা বাড়ির বাইরে বেরিয়ে হাতির হামলায় মৃত্যু হল এক বৃদ্ধার। ঘটনাটি ঘটেছে শনিবার ভোরে মেটেলি ব্লকের অন্তর্গত গরুমারা জাতীয় উদ্যান সংলগ্ন উত্তর ধূপঝড়ার অঞ্চল পাড়া এলাকায়। সকালে বাড়ি সংলগ্ন এলাকা থেকে বৃদ্ধার ক্ষতবিক্ষত দেহ উদ্ধার হয়। জানা গিয়েছে মৃতার নাম সবাগীত্রি রায় (৮৫)। মৃতার ছেলে সন্তোষ রায় জানান- ভোরবেলা তাঁর মা বাড়ির পাশে থাকা ইংডং ঝোরা থেকে জল ভরে নিয়ে আসার জন্য গিয়েছিলেন। সেই সময় হাতি আক্রমণ করে। হাতির হামলায় সেখানেই মায়ের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছন বনদপ্তরের খুনিয়া ওয়াইল্ড লাইফ স্কোয়ার্ডের বনকর্মী এবং মেটেলি থানার পুলিশ। ঝোড়ার পাশ থেকে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠায়।খুনিয়া স্কোয়ার্ডের রেঞ্জার সজল কুমার দে জানান, মৃতা বৃদ্ধার দেহ মেটেলি থানার পুলিশ উদ্ধার করে নিয়ে গিয়েছে। দেহ এদিনই ময়নাতদন্তের জন্য জলপাইগুড়ি পাঠানো হবে। নিয়ম মেনে পরিবার ক্ষতিপূরণের জন্য আবেদন করলে আইন মেনে ক্ষতিপূরণ সহ অন্যান্য সরকারি সুবিধা খুব শীঘ্রই মৃতা বৃদ্ধার পরিবারকে পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হবে।
  • Link to this news (আজকাল)