• ভূপতিনগরে বিজেপির যোগসাজশে ষড়যন্ত্র এনআইএ-র, অভিযোগ করে সুপ্রিম কোর্টে তৃণমূল...
    আজকাল | ০৭ এপ্রিল ২০২৪
  • আজকাল ওয়েবডেস্ক: ভূপতিনগরে এনআইএ অভিযান নিয়ে নয়া তথ্য পেশ করল তৃণমূল কংগ্রেস। সাংবাদিক বৈঠক করে তথ্য সামনে আনলেন তৃণমূল নেতা কুণাল ঘোষ, সঙ্গে ছিলেন রাজ্যের মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। কুণাল ঘোষ বলেন, ২৬ মার্চ থেকে ভূপতিনগরে বাংলা বিরোধী ষড়যন্ত্র করেছিল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। অভিযোগ সেখানে মূল চক্রান্তকারী ছিলেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। এসপি ধনরাম সিংয়ের নেতৃত্বে এনআইএ বাসভবনে ২৬ মার্চ বৈঠক হয়। সেখানেই এনআইএ-কে বলে দেওয়া হয় তৃণমূলের কোন নেতার বাড়িতে অভিযান চলবে। কাকে গ্রেপ্তার করতে হবে। এবিষয়ে একটি তালিকা প্রকাশ করে তৃণমূল। বিষয়টি নিয়ে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছে তৃণমূল কংগ্রেস। এনিয়ে সোশাল মিডিয়াতে পোস্টও করেন অভিষেক ব্যানার্জি। এবিষয়ে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, যদি সাতদিনের মধ্যে তৃণমূল অভিযোগ সামনে আনতে না পারে তবে তিনি আইনের দ্বারস্থ হবেন। 
  • Link to this news (আজকাল)