• 'রাম নবমী আসছে, পাপীদের ভুলে যাবেন না...', জনসভায় কেন বললেন মোদী?
    আজ তক | ০৭ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচনের আবহে বিহারের নওয়াদাতে জনসভা করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এখানে ভাষণ দেওয়ার সময় তিনি ইন্ডিয়া জোটকে টার্গেট করেন এবং বিজেপি সরকারের আমলে করা কাজগুলি তুলে ধরেন। ইন্ডিয়া ব্লকের নেতাদের উল্লেখ করে প্রধানমন্ত্রী মোদী বলেন, 'তারা বলে যে মোদীর গ্যারান্টি দেওয়া ঠিক নয় এবং এটি নিষিদ্ধ করা উচিত। মোদির গ্যারান্টি দেওয়া বেআইনি। মোদী গ্যারান্টি দেন কারণ মোদীর উদ্দেশ্য পরিষ্কার। মোদী গ্যারান্টি দেন কারণ তিনি গ্যারান্টি পূরণের জন্য কঠোর পরিশ্রম করেন।'

     'রাম নবমী আসছে, যারা পাপ করে তাদের ভুলে যেও না...', কেন একথা বললেন প্রধানমন্ত্রী?

    সম্প্রতি, অযোধ্যায় নির্মিত রাম মন্দিরের উদ্বোধন হয়েছে, যাতে অনেক বিরোধী দল অংশ নেয়নি। এমন নেতাদের নিশানা করে নরেন্দ্র মোদী বলেন, 'মোদী গ্যারান্টি দিয়েছিলেন যে অযোধ্যায় রামলালার বিশাল মন্দির তৈরি হবে, আজ রাম মন্দিরের চূড়া আকাশ ছুঁয়ে চলেছে। পাঁচশো বছরেও যা করা যায়নি, যে রাম মন্দিরকে থামানোর জন্য কংগ্রেস ও আরজেডি বছরের পর বছর চেষ্টা করেছিল, তা সম্পূর্ণ হয়েছে। দেশবাসীর টাকায় মন্দির তৈরি হয়েছে, দেশবাসী বানিয়েছে। ভগবান রাম, অযোধ্যা এবং আমাদের ঐতিহ্যের সঙ্গে তাদের কী শত্রুতা রয়েছে যে তারা রাম মন্দিরের প্রাণ প্রতিষ্ঠার বিরোধিতা করেছিল। শুধু তাই নয়, তাদের মন এতটাই বিষে ভরে গিয়েছে যে কিছু লোক ঝামেলায় পড়ে যায়, তাই তাকে ৬ বছরের জন্য দল থেকে বহিষ্কার করা হয়। রাম নবমী আসছে, যারা এই পাপ করেছে তাদের ভুলে যাবেন না।'

    বিরোধী দলগুলি সম্পর্কে তিনি আরও বলেন, 'তারাও জানে যে মোদীর গ্যারান্টি এভাবে চলতে থাকলে তাদের ভোটব্যাঙ্কের দোকান বন্ধ হয়ে যাবে, তাই এই লোকেরা মোদীর গ্যারান্টির বিরোধিতা করছে। ইন্ডিয়া ব্লকের দৃষ্টি বা বিশ্বাসযোগ্যতা নেই। তারা দিল্লিতে একসঙ্গে দাঁড়িয়ে বিভিন্ন রাজ্যে একে অপরকে গালিগালাজ করে। যে এখানে জোট প্রার্থী দিচ্ছে, অন্যদিকে অন্য দল বলছে আসল প্রার্থী অন্য কেউ এবং তারা নিজেদের মধ্যে হট্টগোল করছে। তারা বাধ্য হয়ে একত্র হয়েছে, ইন্ডিয়া জোট মানে দেশবিরোধী বিদ্বেষী শক্তির আবাসস্থল। এই জোটের লোকেরা ভারত ভাগ করার কথা বলে। কংগ্রেস এবং আরজেডি একটি ভোটও পাওয়ার অধিকারী নয়। এই মানুষগুলো ক্ষমতার নেশায় মত্ত। ক্ষমতার বাইরে গেলেই তারা জলের বাইরে থাকা মাছের মতো লড়াই করে।'

    'মোদী মজা করার জন্য জন্মগ্রহণ করেননি...'

    নরেন্দ্র মোদী বলেন যে তিনি দারিদ্র্য দূর না করা পর্যন্ত শান্তিতে ঘুমোবেন না। জানান যে গত ১০ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে, যখন আত্মা উচ্চ এবং উদ্দেশ্য পরিষ্কার, মানুষ সুফল পায়। মোদী মজা করার জন্য জন্মগ্রহণ করেননি, তিনি শুধুমাত্র কঠোর পরিশ্রম করার জন্য জন্মগ্রহণ করেন। তাও ১৪০ কোটি দেশবাসীর জন্য। মল্লিকার্জুন খাড়গেকে টার্গেট করে নরেন্দ্র মোদী বলেন, 'কংগ্রেসের জাতীয় সভাপতি বলছেন, রাজস্থানে আসার পর মোদি কেন ৩৭০ নিয়ে কথা বলেন, এটা শুনে আমার খুব লজ্জা লাগছে, জম্মু ও কাশ্মীর কি আমাদের নয়? কাশ্মীর রক্ষায় শহিদ হয়ে ফিরে এসেছে রাজস্থানের মাটির সাহসী পরিবারগুলো।'

    'মোদী দেশ থেকে দারিদ্র্য দূর করার মিশনে...'

    নরেন্দ্র মোদী বলেছেন যে তিনি দেশ থেকে দারিদ্র্য দূর করার মিশনে নিযুক্ত রয়েছেন। প্রধানমন্ত্রী বলেন, 'আপনাদের মতো আমিও দারিদ্র্য কাটিয়ে এখানে এসেছি। ২০১৪ সালের আগে দেশের পরিস্থিতি কী ছিল তা আমি কখনই ভুলতে পারব না। কোটি কোটি দেশবাসীকে মাটির ঘরে থাকতে বাধ্য করা হয়েছে বা গৃহহীন, খোলা জায়গায় মলত্যাগ করতে বাধ্য করা হয়েছে, গরিবের রেশন মধ্যস্বত্বভোগীরা খেয়েছে, গরিবদের হাসপাতালে চিকিৎসার জন্য দ্বারে দ্বারে ঘুরে বেড়াতে হয়েছে। গরিবের ছেলে মোদী গরিবের সেবক। প্রতিটি ঘর থেকে দারিদ্র্য দূর না করা পর্যন্ত আমি শান্তিতে থাকব না। গত দশ বছরে দরিদ্রদের কল্যাণে যে কাজ হয়েছে তা স্বাধীনতার ছয় দশকেও হয়নি। দশ বছরে ২৫ কোটি মানুষ দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছে। যখন উদ্দেশ্য পরিষ্কার এবং সাহস বেশি, ফলাফল অর্জিত হয়। আমি বিহার ও মগধের ভূমিকে সালাম জানাই। মগধের এই মহান ভূমিতে রয়েছে চন্দ্রগুপ্ত মৌর্যের বীরত্ব, আচার্য চাণক্যের বুদ্ধিবৃত্তিক ক্ষমতা এবং দেশকে দিকনির্দেশনা দেওয়ার ক্ষমতা রয়েছে। বিহারের প্রথম মুখ্যমন্ত্রী বিহার কেশরী শ্রীকৃষ্ণ বাবুর জন্মস্থানও এই এলাকা। নওয়াদা লোকনায়ক শ্রী জয়প্রকাশ নারায়ণজির জন্মস্থানও। এই সকল মহান ব্যক্তিত্বের প্রতি বিনম্র শ্রদ্ধা জানাই। বিহারের নওয়াদাতে সমবেত এই জনসমুদ্র আমাদের জনসেবার ট্র্যাক রেকর্ডের প্রতি অটুট বিশ্বাসের প্রত্যক্ষ প্রমাণ। সারাদেশে আমার পরিবারের সদস্যরা তৃতীয়বারের মতো শক্তিশালী সরকার গঠনের সংকল্প নিয়েছেন। এটাই সময়, এটাই সঠিক সময়।'
  • Link to this news (আজ তক)