১১১-এ পা বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষের! দীর্ঘায়ুর রহস্য 'ফিস অ্যান্ড চিপস্'
২৪ ঘন্টা | ০৭ এপ্রিল ২০২৪
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টাইটানিক ডুবে যাওয়ার কয়েক মাস পরে, ২৬ আগস্ট, ১৯১২-এ লিভারপুলে জন্মগ্রহণ করেন, জন আলফ্রেড টিনিসউড। দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটিশ আর্মি পে কর্পসে দায়িত্ব পালন করে দুটি বিশ্বযুদ্ধের মধ্য দিয়ে বেঁচে ছিলেন তিনি। এই মুহূর্তে তাঁর বয়স ১১১ বছর। বিশ্বের সবচেয়ে বয়স্ক মানুষ বলেছেন যে তার দীর্ঘ জীবনের রহস্য হল ভাগ্য, সংযম — এবং প্রতি শুক্রবার ফিস এবং চিপস।