পড়শি দেশের উদ্দেশ্যে হঙ্কার দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। পড়শি দেশ থেকে এস ভারতের শান্তি বিঘ্নিত করার চেষ্টা করলে রেয়াত করা হহবে না। প্রয়োজনে সে দেশে ঢুকে জেহাদিদের খতম করার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। এবার এর পালটা প্রতিক্রিয়া জানাল পাকিস্তান।পাকিস্তানের বিদেশ মন্ত্রকের দাবি, ভারতের মন্ত্রীর মন্তব্য 'উস্কানিমূলক'। তাঁর এই মন্তব্য 'দীর্ঘমেয়াদি তথা গঠনমূলক ভাবনায় বাধার সামিল।' শুক্রবার এক সর্বভারতীয় বৈদ্যুতিন সংবাদমাধ্যমে সাক্ষাৎকারে রাজনাথ সিং বলেন, 'পড়শি দেশ থেকে যদি কোনও সন্ত্রাসবাদী এসে ভারতের শান্তি ক্ষুন্ন করার চেষ্টা করে তবে হাত গুটিয়ে বসে থাকবে ভারত। কড়া জবাব দেওয়া হবে। জঙ্গিরা যদি পাকিস্তানে আশ্রয় নেয় তবে সেক্ষত্রে পাকিস্তানে ঢুকে জঙ্গিদের খতম করা হবে (ঘুস কার মারেঙ্গে)। সেই ক্ষমতা ভারতের রয়েছে। সত্য়ি কথাই বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। পাকিস্তানও জানে সেই কথা।' প্রসঙ্গত জামুইয়ের এক সভা থেকে পড়শি দেশে ঢুকে জঙ্গিদের নিকেশের হুমকি দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও।
মোদী ও রাজনাথের হুঁশিয়ারি পর প্রতিক্রিয়া জানিয়েছে ইসলামবাদা। বলা হয়েছে, 'পাকিস্তান সবসময় উপমহাদেশের শান্তির প্রতি অঙ্গীকার বজায় রেখে চলে। তা প্রদর্শনও করে। ইতিহাস সাক্ষী পাকিস্তান দৃঢ় সংকল্প নিয়ে চলে ও আত্মরক্ষায় সক্ষম।' তবে পাকিস্তানের এমন মন্তব্যকে অবশ্য কূটনৈতিক বিশ্লেষকরা দেখছেন একটু অন্যভাবে। তাঁদের মতে, দিল্লির কড়া হুঁশিয়ারির মুখেই চাপে পড়ে গিয়েছে পাকিস্তান। তাই এখন শান্তির বার্তা দেওয়া হচ্ছে। এ যেন খানিকটা ভূতের মুখে রাম নাম!
বৃহস্পতিবার ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ানে এক চাঞ্চল্যকর দাবি করা হয় একটি রিপোর্টে। সেই রিপোর্টে দাবি করা হয় বিদেশের মাটিতে ভারত বেছে বেছে জঙ্গিদের নিকেশ করছে। রিপোর্টে বলা হয় ২০১৯ সাল থেকে ২০ জন জঙ্গিতে নিকেশ করেছে 'র'। এই দাবির সপক্ষে ব্রিটিশ সংবাদমাধ্যমটিকে পাকিস্তান সরকারের তরফে বেশ কিছুও প্রমাণও দেওয়া হয়েছে। ইসলামাবাদের মতে, আরব আমিরশাহিতে অবস্থিত ভারতের স্লিপার সেলই পাকিস্তানে ঢুকে খুন করেছে জঙ্গিদের। দাবি করা হয়েছে, ইজরায়েলি সংস্থা মোসাদের ধাঁচে 'র' এই অপারেশন চালাচ্ছে। এই তথ্য প্রকাশ্যে আসার পর ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং দাবি করেন, 'ভারত কখনও অন্যের ভূখণ্ড দখলের কথা ভাবে না। অন্য দেশে হামলা চালানোর কথা ভাবে না। তবে কেউ যদি ভারতকে চোখ রাঙায় তা কোনও ভাবেই বরদাস্ত করা হবে না বার্তা দেন তিনি।