তাজমহলে রিলস তৈরির 'মাশুল'! তরুণীকে কষিয়ে চড় জওয়ানের, ভিডিয়ো ভাইরাল
এই সময় | ০৭ এপ্রিল ২০২৪
নতুন প্রজন্মের কাছে অত্যন্ত জনপ্রিয় ফেসবুক, ইনস্টাগ্রাম রিলস। তার সঙ্গে রয়েছে সেলফি। বাজার হোক কিংবা রেল স্টেশন, জঙ্গল হোক কিংবা পাহাড়, বাড়ির ছাদ হোক কিংবা বন্ধুর বাড়ি বিভিন্ন জায়গায় রিলস বানানতে দেখা যাচ্ছে ছেলে-মেয়েদের। কোথাও ঘুরতে গেলে তো কথাই নে! সেখানে নানা পোজে ভিডিয়ো শ্যুট করে তারপর এডিটের পর চলছে রিলস তৈরি আর তারপর সোশ্যাল মিডিয়ায় আপলোড। সোশ্যাল মিডিয়ার দৌলতে প্রতিদিন এরকম হাজার হাজার রিল ভাইরাল হয়। তার মধ্যে কোনওটা প্রশংসা পায়, কোনওটাতে ধেয়ে আসে নিন্দা-কটাক্ষ। তবে রিলস বানানো নিয়ে যখন দেশের অন্যতম পর্যটন ক্ষেত্রে তাজমহলে উত্তেজনা তখন তা আলাদা করে আলোচনার বিষয় হয়ে উঠবেই তা বলার অপেক্ষা রাখে না।তাজমহলের সামনে রিলস বানানোর সময় গন্ডগোল। রিলস বানানোকে কেন্দ্র করে এক তরুণীকে মারধরের অভিযোগ উঠল এক CISF জওয়ানের বিরুদ্ধে। সোশ্য়াল মিডিয়ায় ভাইরাল হতেই সমালোচনার ঝড়। যদিও ভিডিয়োর সত্যতা যাচাই করেনি এই সময় ডিজিটাল।
কী দেখা গিয়েছে ভিডিয়োতে?
এক দল তরুণী তাজমহল চত্বরে রিলস বানাচ্ছিলেন। সেই সময় এক CISF জওয়ান তাদের রিলস তৈরিতে বাধা দেন। আর তা নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা বাধে। বাগবিতণ্ডা গড়ায় ধস্তাধস্তি পর্যন্ত। এক তরুণীর গায়ে হাতও তোলেন ওই জওয়ান। সোশ্যাল মিডিয়ায় ব্য়াপক ভাইরাল হয়েছে সেই ভিডিয়ো।
দেখুন ভাইরাল ভিডিয়ো
বাগবিতণ্ডার সময় রিলস তৈরিতে বাধা দেন ওই জওয়ান। ভিডিয়োতে দেখা যায় (ভিডিয়োর সত্য়তা যাচাই করেনি এই সময় ডিজিটাল) রিলস বানাতে বাধা দিলে প্রথমে জওয়ানকে ধাক্কা দেন এক তরুণী। এরপর পালটা তরুণীর দিকে তেড়ে যান ওই জওয়ান। পালটা তরুণীকে এত জোরে ধাক্কা মারেন যে অনেকটা দূরে ছিটকে পড়েন তরুণী। তরুণী উঠে দাঁড়িয়ে প্রতিবাদ করলে দৌড়ে গিয়ে তাঁকে সপাটে থাপ্পড়ও মারেন জওয়ান। এই ঘটনার সময় প্রতিবাদ করে তরুণীর বান্ধবীরা। সেই সময় ছাতা নিয়ে তরুণীকে মারতে উদ্যোত হন ওই জওয়ান। যদিও অন্যদের বাধায় ছাতার আঘাত করতে পারেননি তিনি।এমনকী এক জনের ফোনও ছিনিয়ে নেওয়া হয় বলে অভিযোগ। সোশ্যাল মিডিয়া ভিডিয়ো ভাইরাল হতেই সমালোচনার ঝড়। কী করে একজন তরুণীর গায়ে হাত তুলতে পারেন ওই জওয়ান তা নিয়ে প্রশ্ন তুলেছেন নেটিজেনরা। অবিলম্বে ওই জওয়ানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন তাঁরা। যদিও ঘটনাটি নিয়ে এখনও মুখ খোলেনি তাজমহল কর্তৃপক্ষ। তবে বিতর্ক থেমে নেই। সময় গড়ানোর সঙ্গে তা ক্রমেই বাড়ছে।