Rajnath Singh On Rahul Gandhi : 'রাজনীতির শ্রেষ্ঠ ফিনিশার', রাহুলকে ধোনির সঙ্গে তুলনা করে কেন এমন মন্তব্য রাজনাথের?
এই সময় | ০৭ এপ্রিল ২০২৪
ভারতীয় রাজনীতির শ্রেষ্ঠ ফিনিশার রাহুল গান্ধী। এমনই মন্তব্য করলেন কেন্দ্রীয় প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং। রাহুলকে ক্রিকেটের ময়দানে সেরা ফিনিশার হিসেবে পরিচিত মহেন্দ্র সিং ধোনির সঙ্গেও তুলনা করেছেন তিনি। আচমকা কংগ্রেস নেতার প্রশংসা কেন মোদী মন্ত্রিসভার সদস্যের মুখে?বর্ষীয়ান BJP নেতা রাজনাথ সিং বলেন, 'আমি মাঝে মাঝে ভাবি এটা হচ্ছেটা কী? তারপর আমি ধীরে ধীরে উপসংহারে পৌঁছই।' শনিবার লোকসভা নির্বাচনের জনসভা থেকে দর্শকদের উদ্দেশে রাজনাথ সিং প্রশ্ন করেন, 'ক্রিকেটের ময়দানে সেরা ফিনিশার কে?' জনগণের চিৎকার ভেসে আসে, 'ধোনি... ধোনি...'। এরপর প্রতিরক্ষামন্ত্রীর সংযোজন, 'আর আপনারা যদি প্রশ্ন করেন রাজনীতিতে শ্রেষ্ঠ ফিনিশার কে? আমি বলব রাহুল গান্ধী। আর এই ফিনিশারের জন্যই কংগ্রেসের একাধিক নেতা দল ছেড়ে বেরিয়ে আসছেন।' আসলে প্রশংসা নয়, রাজনাথ সিং রাহুল গান্ধীকে 'ফিনিশার' বলে কটাক্ষই করতে চেয়েছেন।
মধ্য প্রদেশের একটি নির্বাচনী সভা থেকে রাজনাথ সিং কংগ্রেসের সঙ্গে দুর্নীতির অবিচ্ছেদ্য সম্পর্ক রয়েছে বলেও মন্তব্য করেন। তিনি বলেন, 'কংগ্রেস এবং কোরাপশন একে অপরের সঙ্গে জড়িত। বেশিরভাগ কংগ্রেস সরকার দুর্নীতির অভিযোগে বিদ্ধ। কিন্তু, নরেন্দ্র মোদীর সরকারের কোনও মন্ত্রীর বিরুদ্ধে এমন কোনও দুর্নীতির অভিযোগ নেই।' BJP-র প্রাক্তন সভাপতি আরও বলেন, 'দেশের রাজনীতি কব্জা করে রেখেছিল কংগ্রেস। এখন তারা কেবলনাত্র দু'টি না তিনটি রাজ্যে সীমাবদ্ধ। যতদিন না কংগ্রেস শেষ হচ্ছে রাহুল গান্ধী ফিনিশার হিসেবে তাঁর ভূমিকা পালন করে যাবেন।'
কংগ্রেসকে আক্রমণের পাশাপাশি এক দেশ এক ভোট নিয়েও সওয়াল করেন রাজনাথ সিং। তিনি বলেন, 'একসঙ্গে গোটা দেশের ভোট হলে ভারতের গণতন্ত্র আরও মজবুত হবে। প্রতি পাঁচ বছরে দু'বার করে ভোট হওয়া উচিত। একবার স্থানীয় প্রশাসনিক নির্বাচন এবং একবার লোকসভা ও বিধানসভা একসঙ্গে।' ২০৪৫ সালের মধ্যে ভারত সুপারপাওয়ার হবে। এমনটাও মন্তব্য করেন রাজনাথ সিং। তাঁর বক্তব্য, 'ক্ষমতায় থাকাকালীন কংগ্রেস অনেক প্রতিশ্রুতি নিয়েছিল। একটাও পূরণ করতে পারেনি তারা। তা না হলে এতদিনে ভারত আরও শক্তিশালী দেশে পরিণত হত। তবে BJP ক্ষমতায় আসার পর থেকে সমস্ত প্রতিশ্রুতি পূরণ করতে পেরেছে। তোষামোদ করে রাজনীতি হয় না কখনও। দেশের গড়ার মানসিকতা নিয়ে রাজনীতি করতে এসেছে BJP।'