• গোপনে BJP-র সঙ্গে যোগাযোগ! সকালে বহিষ্কার হওয়া বাম নেতা দুপুরে নাম লেখালেন পদ্ম শিবিরে
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৪
  • লোকসভা নির্বাচনের আগে বাম শিবিরে ধাক্কা? SFI এর প্রাক্তন জেলা সভাপতি ও সিপিএমের জেলা কমিটির আমন্ত্রিত সদস্য হিসেবে দায়িত্ব নির্বাহ করা সুরজিৎ সরকার যোগদান করলেন BJP-তে। শনিবার দুপুরে বালুরঘাটে জেলা BJP-র কার্যালয়ে এই যোগদান পর্ব সম্পন্ন হয়। অন্যদিকে, CPIM-এর জেলা সম্পাদক নন্দলাল হাজরা অবশ্য দাবি করেছেন, দল বিরোধী কাজের জন্য আগেই সুরজিৎ সরকারকে বহিষ্কার করা হয়েছিল।লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে, ততই বঙ্গ রাজনীতির ময়দান আরও জমাটি হয়ে উঠছে। এই যোগদান প্রসঙ্গে সুরজিৎ সরকার বলেন, ‘আমি ছাত্র রাজনীতি থেকে উঠে এসেছি। আজ যখন দেখছি সুকান্ত মজুমদারের নেতৃত্বে রাজ্যের মানুষ তৃণমূলের অত্যাচারের বিরুদ্ধে লড়াইয়ে নেমেছে তখন আমি সেই লড়াইয়ের সৈনিক হতে চেয়ে যোগদান করলাম BJP-তে। আমার সঙ্গে পাঁচ জন এদিন যোগদান করল BJP-তে।’

    অন্যদিকে, BJP-র জেলা সভাপতি স্বরূপ চৌধুরী বলেন, 'ও CPIM থেকে আজ BJP-তে যোগদান করল। সুকান্ত মজুমদার বঙ্গ রাজনীতিতে একটা প্রত্যাশার জায়গা তৈরি করেছেন। আর সেই কারণেই বিভিন্ন রাজনৈতিক দল থেকে দলীয় কর্মী-নেতারা BJP-তে যোগদান করছেন।'

    অন্যদিকে, CPIM-এর ভারপ্রাপ্ত জেলা সম্পাদক নন্দলাল হাজরা অবশ্য বলেন, 'গুরুতর পার্টি বিরোধী কার্যকলাপ এবং গোপনে BJP-র সঙ্গে যোগাযোগ রাখার অপরাধে সুরজিৎ সরকারকে আমাদের পার্টির গঠনতন্ত্রের বিধিমত অনুযায়ী গণসংগঠন এবং অন্যান্য পদ থেকে তাঁকে বহিষ্কার করার সিদ্ধান্ত হয়। আজ বেলা ১১টায় পার্টির সম্পাদক মণ্ডলীর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।'

    উল্লেখ্য, এর আগে বোলপুর কংগ্রেস দলেরই একাংশের কর্মীদের বিরুদ্ধে BJP প্রার্থী ঘোষণা হওয়ার পর ‘হাবভাব বদল’-এর অভিযোগ তুলেছিল এবং পাঁচ জনকে বহিষ্কারের সিদ্ধান্তও নিয়েছিল।

    তাৎপর্যপূর্ণভাবে বালুরঘাট লোকসভা কেন্দ্র এই নির্বাচনে অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ সংশ্লিষ্ট কেন্দ্রে BJP-র প্রার্থী সুকান্ত মজুমদার। তাঁর নেতৃত্বেই ২০২৪ সালের লোকসভা নির্বাচনে লড়াই করতে চলেছে গেরুয়া শিবির। শনিবার রাতের এই যোগদানকে তাই জেলা রাজনীতির প্রেক্ষাপটে মোটেও হালকাভাবে নিতে নারাজ স্থানীয় নেতৃত্ব। পাশাপাশি এদিন অনেকেই BJP-তে যোগদান করেছেন যাঁরা অতীতে কোনও রাজনৈতিক দলের সদস্য ছিলেন না।

    এদিন তাঁদের হাতে দলীয় পতাকা তুলে দেন দক্ষিণ দিনাজপুর জেলা বিজেপির সভাপতি স্বরূপ চৌধুরী। এছাড়াও সেখানে উপস্থিত ছিলেন তপনের বিধায়ক বুধরায় টুঢু, জেলা সহ সভাপতি পূর্ণিমা মোহন্ত, জেলা সাধারণ সম্পাদক বাপি সরকার সহ অন্যন্য বিজেপি নেতৃত্ব।
  • Link to this news (এই সময়)