• ‘মা-বোনেরা প্রতিবাদ করলে ডায়েরি করছে’, NIA-এর বিরুদ্ধে ফের সরব মমতা
    এই সময় | ০৭ এপ্রিল ২০২৪
  • রবিবার পুরুলিয়ার সভা থেকেও এনআইএকে টার্গেট করে হুঁশিয়ারি রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরের ঘটনায় সরব হয়েছিলেন তিনি। এদিনও, কেন্দ্রীয় এজেন্সির ‘অতিসক্রিয়তা’ নিয়ে সরব হলেন তিনি।এদিনের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘মানুষ যখন প্রতিবাদ করছে, এনআইএকে ঢুকিয়ে দিচ্ছে। মধ্যরাতে মহিলারা ঘুমোচ্ছে, তখন গদ্দারের এলাকায় পুলিশকে না জানিয়ে চলে গেল। পুলিশের ড্রেস পরে তো সিঙ্গুর, নন্দীগ্রামে অনেকে বদমাইশি করেছে।’

    Mamata Banerjee on Bhupatinagar Incident : ‘মধ্যরাতে NIA গেছিল কেন? BJP নোংরা খেলা খেলছে’ মন্তব্য মমতার

    এনআইএ অভিযান নিয়ে মমতার অভিযোগ, মায়েরা কী করে বুঝবে? মেয়েরা কী করে বুঝবে? বাইরে থেকে যদি কেউ হামলা করতে আসে। মা-বোনেরা প্রতিবাদ করল, তাঁদের বিরুদ্ধে ডায়েরি করে দিয়েছে। বলছে, তৃণমূলের সব বুথ এজেন্টদের গ্রেফতার করো। তাঁর কথায়, ‘রাম নবমী আসছে, একটি চকলেট বোমা পড়লেও দেখবেন, সেখানে এনআইএকে ঢুকিয়ে দেবে।’ এনআইএর কার্যপদ্ধতি নিয়েও বিস্ফোরক দাবি করেন তিনি। তিনি বলেন, ‘এনআইএ কোন অধিকার আছে? পুরুলিয়াতে সব হোটেলে গিয়ে গিয়ে খোঁজ নিচ্ছে। কোন পার্টির কে কে থাকছে? তোমার কি এটা কাজ?’

    পূর্ব মেদিনীপুর জেলার ভূপতিনগরে গতকাল তল্লাশি চালায় এনআইএ আধিকারিকরা। ভোটের আগে এই অভিযানকে সম্পূর্ণ রাজনৈতিক কারণে করা হয়েছে বলে দাবি করা হয়েছে তৃণমূল কংগ্রেসের তরফে। রবিবার সকালে তৃণমূল কংগ্রেসের তরফে সাংবাদিক বৈঠক করে দাবি করা হয়, এনআইএ প্রধানের সঙ্গে বৈঠক করেছেন বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি। কিছু তথ্য প্রমাণ তুলে ধরা হয় তৃণমূলের তরফে।

    গতকালই একাধিক জনসভা থেকে তৃণমূল কংগ্রেস সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় দাবি করেছিলেন, ভোটের মুখে তৃণমূল কংগ্রেসের বুথ এজেন্ট, নির্বাচনী এজেন্টদের তুলে নেওয়ার জন্যেই কেন্দ্রীয় সরকার এইসব এজেন্সিদের কাজে লাগাচ্ছে। এদিনও ফের সভা থেকে সরব হলেন মুখ্যমন্ত্রী। বিজেপি রাজনৈতিক ভাবে লড়াই করতে না পেরে এজেন্সিকে কাজে লাগানো হচ্ছে বলে দাবি মুখ্যমন্ত্রীর। মমতা বন্দ্যোপাধ্যায় এদিন কটাক্ষ করে বলেন, ‘একদিকে এনআইএ, বিজেপির ভাই ভাই। একদিকে ইডি, একদিকে ইনকাম ট্যাক্স ওদের টাকা তোলার ভাণ্ডার।’ কেন্দ্রীয় সরকারের আর্থিক বঞ্চনা নিয়েও এদিন ফের সরব হন মুখ্যমন্ত্রী। একশো দিনের টাকা থেকে শুরু করে আবাস যোজনা প্রকল্প আর্থিক বঞ্চনা নিয়ে প্রতিবাদ শোনা যায় মুখ্যমন্ত্রীর গলায়।
  • Link to this news (এই সময়)