• Fact Check : 'এক ফোনে বাংলার উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছি', এই মন্তব্য করেননি সুকান্ত
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
  • দোরগোড়ায় লোকসভা নির্বাচন। ক্রমশ বাড়ছে রাজ্য রাজনীতির পারদ। ভোট প্রচারে একের পর এক সভা করছে রাজনৈতিক দলগুলি। সোশ্যাল মিডিয়াতেও তার আঁচ স্পষ্ট। একাধিক পোস্ট ভাইরাল হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের। সম্প্রতি রাজ্য BJP সভাপতি সুকান্ত মজুমদারের একটি মন্তব্য সোশ্য়াল মিডিয়ায় ব্যাপক ভাইরাল হয়েছে। যেখানে দাবি করা হয়েছে, তিনি কেন্দ্র সরকারকে ফোন করে বাংলার উন্নয়নের জন্য বরাদ্দ টাকা আটকে দিয়েছেন। এই ভাইরাল পোস্ট আদতে সত্য নয়, উঠে এসেছে এমনই তথ্য।কী ভাইরাল হয়েছে?

    এক ফেসবুক ব্যবহারকারী সুকান্ত মজুমদারের একটি ছবি ব্যবহার করেছেন। তাতে উপরে লেখা রয়েছে একটি মন্তব্য। তা হল, 'একটা ফোনে বাংলার উন্নয়নের টাকা বন্ধ করে দিয়েছি'। এরপর লেখা এই বঙ্গদ্রোহীদের বাংলা থেকে তাড়িয়ে দিন।(বানান অপরিবর্তিত)। এখানে সরাসরি সুকান্ত মজুমদারের নাম উল্লেখ নেই। কিন্তু, তাঁর ছবি ব্যবহার করা হয়েছে। এতেই স্পষ্ট যে এখানে সুকান্ত মজুমদারের কথা বলা হয়েছে এবং তাঁকে এই মন্তব্যকে সামনে রেখে বঙ্গদ্রোহী বলে নিশানা করা হয়েছে।

    ভাইরাল পোস্ট

    তদন্তে ঠিক কী জানা যাচ্ছে?

    এই ভাইরাল পোস্ট নিয়ে ফ্যাক্ট চেক করে ইন্ডিয়া টুডে (আজ তক বাংলা)। প্রথমত, সুকান্ত মজুমদার এই ধরনের কোনও মন্তব্য করে থাকলে তা নিশ্চই প্রথম শ্রেণির সংবাদ মাধ্যমে প্রকাশিত হত। কিন্তু, এর প্রেক্ষিতে যে কি ওয়ার্ড সার্চ ইন্ডিয়া টুডে করেছিল তাতে এমন কোনও প্রতিবেদন পাওয়া যায়নি যেখানে সুকান্ত মজুমদার বলেছিলেন যে তিনি কেন্দ্র সরকারকে ফোন করে বাংলার উন্নয়নের জন্য বরাদ্দ অর্থ আটকে দিয়েছেন।

    তবে সুকান্ত মজুমদারের কেন্দ্রীয় সরকারকে ফোন করা প্রসঙ্গে কয়েকটি মন্তব্য সামনে আসে। যেখানে তিনি রাজ্যের রাজনৈতিক নেতাদের বাড়িতে CBI তল্লাশি প্রসঙ্গে মন্তব্য করেছিলেন। অপর মন্তব্যে বাংলার বকেয়া টাকা নিয়েও কথা বলতে শোনা গিয়েছিল তাঁকে।

    আনন্দবাজারের প্রতিবেদন

    ২০২৩ সালে ৯ অক্টোবর আনন্দবাজার পত্রিকা অনলাইন-এ সুকান্ত মজুমদারের CBI হানা সংক্রান্ত মন্তব্যের প্রেক্ষিতে একটি প্রতিবেদন প্রকাশিত হয়। সেখানে রানাঘাটের BJP বিধায়ক পার্থ সারথী চট্টোপাধ্যায়ের বাড়িতে CBI তল্লাশি প্রসঙ্গে সুকান্ত মজুমদার বলেছিলেন, 'যাঁকে প্রয়োজন তাঁকে ডাকবে (CBI)। তল্লাশি বন্ধ করতে আমরাও ফোন করতে পারতাম। কিন্তু, এতে আমরা বিশ্বাসী নই।'

    অন্যদিকে, ২০২৩ সালের ২৯ সেপ্টেম্বর নিউজ ১৮ বাংলার ইউ টিউব চ্যানেলে কেন্দ্রের কাছে বাংলার বকেয়া সংক্রান্ত একটি ভিডিয়ো রয়েছে। যেখানে সুকান্ত বলেন, 'চুরি বন্ধ করতে হবে। চুরি বন্ধ করুন। ওঁকে কিছু করতে হবে না। সুকান্ত মজুমদার একটি ফোন করবে, সব টাকা চলে আসবে।'

    একটু লক্ষ্য করলেই বোঝা যাবে, সুকান্ত মজুমদারের দ্বিতীয় মন্তব্যটিকেই বিকৃত করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে এবং তা ভাইরাল হয়েছে।

    সিদ্ধান্ত

    'কেন্দ্র সরকারকে একটা ফোন করেই বাংলার উন্নয়নের জন্য বরাদ্দ টাকা আটকে দিয়েছি', তা যে সুকান্ত মজুমদার বলেনি তা এই তদন্ত থেকেই প্রমাণিত হয়। তাঁর মন্তব্যের অপব্যাখ্যা করে সোশ্যাল মিডিয়ায় পোস্ট করা হচ্ছে।

    (This story was originally published by Aaj Tak Bangla, and republished by Ei Samay Digital as part of the Shakti Collective.)
  • Link to this news (এই সময়)