• Donald Trump : 'আমিই এ যুগের নেলসন ম্যান্ডেলা!' জেলে যাওয়ার ভয়েই এমন মন্তব্য ট্রাম্পের?
    এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
  • যীশু খ্রীস্টের পর এবার নেলসন ম্যান্ডেলা। প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যিনি চারটি ভিন্ন ফৌজদারি মামলায় অভিযুক্ত হয়েছেন, শনিবার নিজেকে দক্ষিণ আফ্রিকার বর্ণবাদ বিরোধী আইকন নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করেছেন। একটি সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে তিনি পোস্ট করেছেন, ‘আমার বিরুদ্ধে যে রাজনৈতিক অভিসন্ধি চলছে, তার জন্য যদি আমায় ফাঁসানো হয় এবং আমায় জেলেও যেতে হয়, আমি এই সিদ্ধান্ত সাদরে গ্রহণ করব। আমি আধুনিক নেলসন ম্যান্ডেলা হিসেবে চিহ্নিত হব’।প্রসঙ্গত উল্লেখ্য, নেলসন ম্যান্ডেলা মুক্তি পাওয়ার আগে এবং দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসাবে কাজ করার আগে টানা ২৭ বছর জেলে কাটিয়েছেন। নেলসন ম্যান্ডেলা ২০১৩ সালে মারা যান।

    অন্যদিকে, ট্রাম্পের বিরুদ্ধে ফৌজদারি মামলা বিলিয়নেয়ার রিয়েল এস্টেট মোগলের জেলের সময় শেষ হতে পারে বলে মনে করা হচ্ছে। ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে চলা একাধিক ফৌজদারি মামলাগুলির মধ্যে অন্যতম হল ২০১৬ সালের রাষ্ট্রপতি নির্বাচনের আগে যখন তিনি ডেমোক্র্যাটিক প্রার্থী হিলারি ক্লিনটনকে পরাজিত করেছিলেন তখন এক সময়ে এক পর্ন তারকাকে লুকিয়ে টাকা দেওয়ার অভিযোগ ওঠে। পাশাপাশি বিচারক জুয়ান মার্চান ট্রাম্পের মামলার শুনানিতে কিছু আংশিক রায় দেন। এরপর সোশ্যাল মিডিয়ায় বিচারককে প্রকাশ্যে অপমান করেন ডোনাল্ড ট্রাম্প। গত ১৫ এপ্রিল শুনানি শুরু হওয়ার কথা আছে।

    নেলসন ম্যান্ডেলার সঙ্গে নিজের তুলনার পরই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের প্রচার দলের কাছ থেকে একটি দ্রুত সমালোচনার জন্ম দিয়েছে। সমালোচনায় ডোনাল্ড ট্রাম্পকে অত্যন্ত আত্মকেন্দ্রিক বলা হয়েছে।

    মর্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের দল একটি অফিসিয়াল বিবৃতিতে বলেছে, ‘এতটা আত্মকেন্দ্রিক হয়ে গেছেন যে আপনি এক সপ্তাহেরও কম সময়ের মধ্যে নিজেকে যীশুখ্রীস্ট এবং নেলসন ম্যান্ডেলার সঙ্গে তুলনা করছেন’।

    তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ‘আমার বিরুদ্ধে যে রাজনৈতিক অভিসন্ধি চলছে, তার জন্য যদি আমায় ফাঁসানো হয় এবং আমায় জেলেও যেতে হয়, আমি এই সিদ্ধান্ত সাদরে গ্রহণ করব। আমি আধুনিক নেলসন ম্যান্ডেলা হিসেবে চিহ্নিত হব’। ’

    তবে এই প্রথমবার নয়, এর আগেও গত বছর অর্থাৎ ২০২৩ সালে একটি সমাবেশে যোগ দিয়ে নিজেকে নেলসন ম্যান্ডেলা এবং যীশুখ্রীস্টের সঙ্গে তুলনা করেছিলেন। ২৫ মার্চ প্রাক্তন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর চুপচাপ টাকা দেওয়ার মামলার শুনানির জন্য আদালতে উপস্থিত হওয়ার সময় নিজেকে যীশুর সঙ্গে তুলনা করেছিলেন।
  • Link to this news (এই সময়)