Fact Check : কেজরিওয়ালের গ্রেফতারির পর দিল্লিতে সব আসন জিতবে ইন্ডিয়া? ভাইরাল ওপিনিয়ন পোলের সত্যতা জানুন
এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
লোকসভা নির্বাচন যত এগিয়ে আসছে ততই রাজনৈতিক দলগুলির আসন জয় নিয়ে নানা মহলে চলছে অঙ্কের হিসেব। একাধিক সংবাদমাধ্যমে আগে থেকেই ওপিনিয়ন পোল প্রকাশ করা শুরু করেছে। সম্প্রতি সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের সমীক্ষায় প্রকাশ করা হয় BJP দিল্লির চারটি আসনে হারবে। সত্যিই কি এমন কোনও ওপিনিয়ন পোলে এমন কোনও পূর্বাভাস দেওয়া হয়েছে?কী ভাইরাল হয়েছে?এক্স হ্যান্ডেলে গত ২ এপ্রিল একটি পোস্টে দাবি করা হয়, ইন্ডিয়া টুডের একটি ওপিনিয়ন পোলে বড় পূর্বাভাস দেওয়া হয়েছে। দাবি করা হয়েছে, দিল্লিতে বড় জয় পাবে ইন্ডিয়া জোট। এক নেটিজেন পোস্টে লেখেন, 'দু'মাস আগেও সমস্ত সমীক্ষায় দিল্লিতে BJP ক্লিন স্যুইপ করবে বলে দেখা গিয়েছিল। তবে রাহুল গান্ধীর ন্যায় যাত্রা এবং কেজরিওয়ালের গ্রেফতারি পাশা পালটে দিয়েছে।' ভাইরাল হওয়া পোস্টে একটি ছবি পোস্ট করা হয়েছে। দু'টি গ্রাফিক্স পোস্ট করে সমীক্ষা রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে।
অনুসন্ধানতথ্য যাচাই করেছে লজিক্যালি ফ্যাক্টস। দেখা গিয়েছে, এই গ্রাফিক্সে যে সমীক্ষা রিপোর্ট দেখা যাচ্ছে তা ইন্ডিয়া টুডের কোনও ওপিনিয়ন পোল নয়। অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর দিল্লিতে লোকসভা ভোটের কী কী পরিণাম হতে পারে, তা নিয়ে একটি ভোটের হারের পরিসংখ্যান দেওয়া হয়েছিল মাত্র।
গত ফেব্রুয়ারি মাসে ইন্ডিয়া টুডে এবং সি-ভোটারের মড অফ দ্য নেশন সার্ভে হয় ৩৫ হাজার ৮০১ জনের উপর। দিল্লির সাতটি আসনেই সমীক্ষা চালানো হয়। সমীক্ষা রিপোর্টে দেখা যায়, ২০১৯ সালের পুনরাবৃত্তি হতে চলেছে সেখানে। সাতটি আসনেই জয় ছিনিয়ে নেবে BJP।
ইন্ডিয়া টুডে এবং সি-ভোটার ২০২৩ সালের ১৫ ডিসেম্বর থেকে ২০২৪ সালের ২৮ জানুয়ারি পর্যন্ত একটি সমীক্ষা চালায়। সেই সার্ভেতে দেখা গিয়েছিল ইন্ডিয়া জোটের প্রার্থীদের হারিয়ে দিল্লির সাত আসনেই জয়ী হবে BJP। ৪০ শতাংশ আসন পেতে পারে গেরুয়া শিবির।
আবার আরও একটি সমীক্ষার ফল প্রকাশ হয় ২০২৪ সালের ২৬ মার্চ। ইন্ডিয়া টুডের ওয়েবসাইটে প্রকাশিত অমিতাভ তিওয়ারি 'ওপিনিয়ন: ক্যান কেজরিওয়াল'স অ্যারেস্ট জেনারেট সিম্প্যাথি অ্যান্ড প্রোপেল আপ ইন দিল্লি' শীর্ষক প্রতিবেদনে উল্লেখ করা হয়, ৩৬-৩৮ শতাংশ দিল্লির ভোটার কোনও দলকেই সমর্থন করছেন না। তাদের স্যুইং ভোটার হিসেবে ধরা হচ্ছে। যে কোনও মুহূর্তে তারা আপ এবং বিজেপির মধ্যে স্যুইং করতে পারেন।
২০২৪ সালের মার্চ মাসে প্রকাশিত সি-ভোটারের সার্ভে অনুযায়ী, কেজরিওয়ালের গ্রেফতারির পর দিল্লিতে লোকসভা নির্বাচনের ফল কেমন হবে তা জানাতে গিয়ে ইন্ডিয়া টুডের ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়, NDA এবং INDIA-র মধ্যে বেশ কিছু অংশের ভোট ভাগাভাগি হবে। চারটি পরিস্থিতির কথা বলেন রাজনৈতিক বিশ্লেষক অমিতাভ তিওয়ারি। ১) আপের দিকে কোনও ভোট স্যুইং হবে না। দিল্লিতে ইন্ডিয়া জোট শূন্য। ২) আপের দিকে ছয় শতাংশ ভোট স্যুইং হবে। ইন্ডিয়া জোট দুই এবং বিজেপি পাঁচ আসন। ৩) ইন্ডিয়া জোট পাঁচটি আসন পাবে। ৪) আপের পক্ষে ১২ শতাংশ ভোট স্যুইং এবং কংগ্রেস ও আপ জোট পাবে সাতটি আসন।
২০১৯ সালের ভোটিং প্যাটার্ন এবং ভোট শতাংশ, ২০২০ সালের দিল্লি বিধানসভা ভোটের ফলাফলের উপর নির্ভর করে এই সমীক্ষা করা হয়েছে। কানওয়াল ব্রডকাস্টের একটি অংশ থেকে এই গ্র্যাফিক্স কেটে ভাইরাল করা হয়েছে গত ২ এপ্রিল। কানওয়ালের ব্রডকাস্ট সম্প্রচারিত হয় গত ২৬ মার্চ। অমিতাভ তিওয়ারির বিশ্লেষণের উপর ভিত্তি করে এই অনুষ্ঠান হয়।
সত্যিটা কী?অতএব রাহুল গান্ধীর ভারত জোড়ো ন্যায় যাত্রা এবং অরবিন্দ কেজরিওয়ালের গ্রেফতারির পর ইন্ডিয়া টুডে তাদের ওপিনিয়ন পোল চেঞ্জ করেনি। সমীক্ষার একটি অংশ কেটে নিয়ে তা সমগ্র দিল্লির লোকসভা নির্বাচনের ফলাফল হিসেবে দাবি করা হয়েছিল। যা বিভ্রান্তিকর। ইন্ডিয়া টুডের প্রকৃত সমীক্ষা অনুযায়ী, কেজরিওয়ালের গ্রেফতারি এবং রাহুলের ন্যায় যাত্রার পর ইন্ডিয়া জোট দিল্লিতে সর্বাধিক চারটি আসন জিততে পারে।
(This story was originally published by Logically Facts, and republished by Ei Samay Digital as part of the Shakti Collective.)