‘বিনা অপরাধে গ্রেফতার…’, ভূপতিনগরে ধৃত তৃণমূল কর্মীদের পরিবারের পাশে কুণাল-চন্দ্রিমা
এই সময় | ০৮ এপ্রিল ২০২৪
পূর্ব মেদিনীপুরে ভূপতিনগরে এনআইএ তল্লাশি এবং তৃণমূল কর্মী গ্রেফতারের ঘটনাকে আগেই ‘পরিকল্পিত’ বলে জানিয়েছিল রাজ্যের শাসক দল। রবিবার গ্রেফতার হওয়া দুই নেতার পাশে গিয়ে দাঁড়াল তৃণমূলের দুই শীর্ষ নেতৃত্ব। বিজেপি লোকসভা নির্বাচনের মুখে কেন্দ্রীয় এজেন্সির ‘অপব্যবহার’ করে তৃণমূলের কর্মীদের ফাঁসিয়ে দিতে চাইছে বলে অভিযোগ তুললেন কুণাল ঘোষ, চন্দ্রিমা ভট্টাচার্যরা।অর্জুননগর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির আয়োজনে জনগর্জন সভা অনুষ্ঠিত হল পূর্ব মেদিনীপুর জেলার ভগবানপুর বিধানসভার অর্জুন নগরে। নাড়ুয়াবিলা বোম বিস্ফোরণ কাণ্ডে তদন্তে এসে এনআইএ গ্রেফতার করে অর্জুন নগর অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি বলাই মাইতি ও নাড়ুয়াবিলা বুথ সভাপতি মনোব্রত জানাকে। এরপরেই পরিস্থিতি উত্তপ্ত হয়ে পড়ে।
তৃণমূলের দাবি, দুজন তৃণমূল নেতৃত্বকে বিনা অপরাধে গ্রেফতার করা হয়েছে, শুধুমাত্র নির্বাচনের আগে তৃণমূল কর্মীদের ঘরছাড়া করতে এই ধরনের নক্কারজনক কাজ করছে বিজেপি। এই অভিযোগ সামনে এনে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে রবিবার এই জনগর্জন সভা অনুষ্ঠিত হয়, অর্জুননগর গ্রাম পঞ্চায়েত অফিসের সামনে। এদিনের সভা থেকে কুণাল ঘোষ ও চন্দ্রিমা ভট্টাচার্য ঘটনার পিছনে বিজেপির ষড়যন্ত্রের দাবি তুলে ধরেন।
ভূপতিনগর কাণ্ড নিয়ে সাংবাদিক সম্মেলন তৃণমূলের
কুণাল ঘোষ এদিন বলেন, আজকেই বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারির সঙ্গে এনআই এসপি ধন রাম সিংয়ের সঙ্গে বৈঠক করার বেশ কিছু প্রমাণ তুলে ধরা হয়েছে। সেই বিষয়ে এখনও পর্যন্ত সঠিক কোনও উত্তর দেয়নি NIA। আগে সেই বিষয়ে উত্তর দিক। কুণাল বলেন, ‘ওনাদের অফিসাররা বিজেপির দেওয়া তালিকা নিয়ে গ্রামে এসেছিলেন।’ তাঁর কথায়, যে তৃণমূল নেতাদের গ্রেফতার করা হয়েছে, তাঁদের স্ত্রী, পরিবারের লোককে নিগ্রহ করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
তৃণমূল নেতৃত্বের নিশানায় ছিলেন, রাজ্যের বিরোধী দলনেতার শুভেন্দু অধিকারী। তাঁদের অভিযোগ, বিজেপি ইডি এনআইএ ব্যবহার করে এলাকার শান্ত পরিবেশ অশান্ত করার চেষ্টা করছে। এদিন উপস্থিত কুণাল, ঘোষ চন্দ্রিমা ভট্টাচার্য বলাই মাইতি ও মনোব্রত জানার স্ত্রীকে মঞ্চে ডেকে আশ্বস্ত করেন সমস্ত কিছু দলীয় নেতৃত্ব দেখভাল করবেন। যে কোনও আইনজীবী প্রয়োজন হোক, যেখানে যেতে হোক তারা ব্যবস্থা করবেন। আগামী দিনে এই ঘটনার প্রতিবাদ গোটা লোকসভা কেন্দ্র জুড়ে করা হবে বলেও জানান স্থানীয় তৃণমূল নেতৃত্ব।