NIA-এর আধিকারিকদের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ দায়ের হওয়ার পর জাতীয় তদন্তকারী সংস্থা তাদের বিরুদ্ধে ওঠা সকল অভিযোগ অস্বীকার করেছে। পাশাপাশি এনআইএ বলেছে তাদের উপর সম্পূর্ণভাবে বিনা প্ররোচনায় আক্রমণ করা হয়। একই সঙ্গে জাতীয় তদন্তকারী সংস্থা গোটা ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে উল্লেখ করে রাজনৈতিক ষড়যন্ত্রের অভিযোগ অস্বীকার করেছে। শ্লীলতাহানির অভিযোগ প্রত্যাখ্যান করে সংস্থা দাবি করেছে তাদের উপর হামলার পর যে ব্যবস্থা নেওয়া হয়েছে তা সম্পুর্ণ আইন মাফিক নেওয়া হয়েছে।